শ্রমওকর্মসংস্থানমন্ত্রক

লকডাউনের জন্য ১৯৫২ সালের ইপিএফ ও এমপি আইনের আওতাধীন সংস্থাগুলির দেরিতে বকেয়া জমার ক্ষেত্রে জরিমানা লাগবে না

Posted On: 15 MAY 2020 5:14PM by PIB Kolkata

নতুনদিল্লি, ১৫ই মে, ২০২০

 



কোভিড – ১৯ এর মোকাবিলা করার জন্য দেশজুড়ে লকডাউন জারি হবার পর ১৯৫২ সালের ইপিএফ ও এমপি আইন অনুযায়ী যে সমস্ত সংস্থাগুলি রয়েছে, সেগুলি যথেষ্ট সংঙ্কটের মুখোমুখি। এই সমস্ত সংস্থাগুলি স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না এবং বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ডে কর্মচারীদের  টাকা সময়মতো  জমা দিতে পারছে না। 


এদের সমস্যার কথা বিবেচনা করে কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংগঠন (ইপিএফও) সিদ্ধান্ত নিয়েছে, দেরিতে টাকা দিলে পর তার জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। 


১৫ই মে, ইপিএফও-র ফিল্ড অফিস থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যাতে বলা আছে, ইপিএফও-র ওয়েবসাইটে “কোভিড – ১৯” ট্যাবে গিয়ে তার মাধ্যমে টাকা জমা করলে সংস্থাগুলিকে কোনো জরিমানা দিতে হবে না। এর ফলে সাড়ে ৬ লক্ষ প্রতিষ্ঠানের সুবিধে হবে।

 

 


CG/CB/SFS


(Release ID: 1624144) Visitor Counter : 236