বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

কোভিড সংক্রমণ আটকাতে ভাইরাস প্রতিরোধী আস্তরণ

Posted On: 23 APR 2020 2:36PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ এপ্রিল, ২০২০

 

 


ফরিদাবাদের রিজিওনাল সেন্টার ফর বায়োটেকনোলজি (আরসিবি)-র একদল গবেষক, কোভিড – ১৯ এর সংক্রমণ আটকাতে ভাইরাস প্রতিরোধী আস্তরণ তৈরির বিষয়ে গবেষণা চালাচ্ছে। এই কাজে ট্রানজিশনাল হেলথ সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট (টিএইচএসটিআই) –এর ড. মিলন সুরজিৎ এবং আইআইটি – দিল্লির বস্ত্র প্রযুক্তি শাখার ড. সম্রাট মুখোপাধ্যায় সাহায্য করছেন। 


গবেষকরা একটি মাইক্রোবিয়াল প্রতিরোধী উপাদান তৈরি করার চেষ্টা চালাচ্ছেন যেটি জীবাণুর মেমব্রেনকে ধ্বংস করতে পারে। এই উপাদানটি কাঁচ, প্লাস্টিক এবং সুতি, নাইলন ও পলিস্টারের মতো কাপড়ের ওপর লাগিয়ে দেওয়া হবে। যার ফলে ভাইরাসগুলো ঐ আস্তরণে আটকে যাবে এবং আর সংক্রমিত হতে পারবে না।  কারণ দেখা গেছে কোভিড-১৯ ভাইরাস এইসব জায়গায় অনেকক্ষণ সক্রিয় থাকে।


গবেষকরা এই ভাইরাসের সংক্রমণ চিহ্নিত করার জন্যও নানা রকম উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে রয়েছে, আরএনএ পলিমেরাস, আরএনএ হেলিকেস এবং এক্সওরিবনুক্লিস যৌগ নির্ভর ক্রিয়াকলাপ থেকে কোভিড-১৯ ভাইরাসের শনাক্তকরণ প্রক্রিয়া। 

 

 


CG/CB/SFS


(Release ID: 1617667) Visitor Counter : 256