স্বরাষ্ট্র মন্ত্রক

কোভিড – ১৯ লকডাউন চলাকালীন শহরাঞ্চলে প্রবীণ নাগরিকদের পরিচর্যাকারী, প্রিপেইড মোবাইলের রিচার্জের সুবিধে এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে ছাড় দেওয়া হয়েছে

Posted On: 21 APR 2020 9:10PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২১ এপ্রিল, ২০২০

 

 


কোভিড-১৯ মহামারীর মোকাবিলায় দেশজুড়ে লকডাউন জারি হবার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, সর্বশেষ নীতি – নির্দেশিকায় আরো কয়েকটি ক্ষেত্রকে নিষেধাজ্ঞায় বাইরে নিয়ে এসেছে।
https://www.mha.gov.in/sites/default/files/MHA%20order%20dt%2015.04.2020%2C%20with%20Revised%20Consolidated%20Guidelines_compressed%20%283%29.pdf

 

 

যে সব ক্ষেত্রকে এই নিষেধাজ্ঞার বাইরে আনা হয়েছে, তার মধ্যে রয়েছেঃ-


•      সামাজিক ক্ষেত্র নিয়মের ৮ (i) ধারা অনুসারে বাড়িতে বসবাসরত প্রবীণ নাগরিকদের যারা পরিচর্যা করেন।
•      জনপরিষেবার নিয়মের ১১ (v) ধারা অনুসারে প্রিপেইড মোবাইলের রিচার্জ কেন্দ্র
•      নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের নিয়মের ১৩ (i) ধারা অনুসারে শহরাঞ্চলে পাউরুটির কারখানা, দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প, আটা, ময়দা এবং ডালের কল।


কোভিড – ১৯ এর জাতীয় নির্দেশিকা অনুসারে লকডাউনের সময় অফিস, কারখানা এবং বিভিন্ন সংস্থায়, সামাজিক দূরত্ব বজায় রাখার যে নিয়মটি রয়েছে তা এক্ষেত্রেও যথাযথভাবে  পালন করতে হবে।


সমস্ত রাজ্যকে জানানো হচ্ছে, ওপরের এই বিষয়গুলি সম্পর্কে জেলাকর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানাতে হবে। রাজ্যগুলির উদ্দেশে পাঠানো সরকারী বিজ্ঞপ্তিটি দেখতে নিচের লিঙ্কটি ক্লিক করুন।
https://static.pib.gov.in/WriteReadData/userfiles/21.4.2020%20Exemptions%20of%20senior%20citizens%20caregivers,%20prepaid%20mobile%20recharge,%20Food%20Processing%20in%20urban%20areas.pdf

 



CG/CB/SFS



(Release ID: 1616917) Visitor Counter : 181