পঞ্চায়েতিরাজমন্ত্রক

কোভিড-১৯ মহামারীর সংক্রমণ রোধে দেশজুড়ে জেলা প্রশাসন ও গ্রাম পঞ্চায়েতগুলি সক্রিয় উদ্যোগ নিয়েছে

Posted On: 20 APR 2020 12:57PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২০ এপ্রিল, ২০২০

 



কোভিড-১ মহামারীর সংক্রমণ রোধে  দেশের জেলা প্রশাসন ও গ্রাম পঞ্চায়তগুলি  বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সক্রিয় উদ্যোগ নিয়েছে। এর মধ্যে বেশ  কিছু কর্মকাণ্ড উদাহরণ স্বরূপ তুলে ধরা হল যাতে অন্যেরা তা অনুসরণ করতে পারে-

মধ্য প্রদেশ: 'আজীবিকা' কর্মসূচির আওতায়, রাজগড় জেলায় মাস্ক সেলাইয়ের কাজ শুরু হয়েছে, যাতে সেগুলি এই জেলার অন্তর্গত গ্রাম পঞ্চায়েত এলাকায় বিতরণ করা যায়। ভোপাল জেলার হুযুর তহসিলে অবস্থিত আছরপুরা গ্রাম পঞ্চায়েত প্রধান গ্রামবাসীদের বিনামূল্যে মাস্ক বিতরণ করেছেন। নরসিংহপুর জেলার চিচলি ব্লকের খামারিয়া পঞ্চায়েতে সচেতনতামূলক দেওয়াল চিত্রায়ন (ওয়াল পেইন্টিং) করা হয়েছে।


তামিলনাড়ু: পঞ্চায়েত কর্মকর্তাদের তত্ত্বাবধানে তিরুপুর জেলার তিরুপ্পুর ব্লকের মঙ্গলম পঞ্চায়েতে স্যানিটাইজেশন করা হয়েছে।

নাগাল্যান্ড:  রাজ্যে কোভিড-১৯ মহামারী সম্পর্কে সরকারের  প্রস্তুতি পর্যালোচনা ও পরামর্শ দেওয়ার জন্য, মুখ্যসচিব তেমজেন টয়ের (আইএএস) নেতৃত্বে একটি বিশেষ উপদেষ্টা গোষ্ঠী  (এসএজি) গঠন করা হয়েছে।


ডিমাপুরের কুহুবোতো ব্লকের শোযুখু গ্রামের গৃহহীন মানুষদের কাছে স্বনির্ভর গোষ্ঠীগুলি (এসএইচজি) রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে এবং গ্রামীণ স্তরে একটি সংস্থা ডিমাপুরের চুমুকিডিমা ব্লকের সিগন্যাল আঙ্গামি গ্রামের প্রতিটি দিন মজুর শ্রমিক পরিবারকে ১০ কেজি করে চাল সরবরাহ করেছে। 

 



CG/SS



(Release ID: 1616400) Visitor Counter : 282