স্বরাষ্ট্র মন্ত্রক
সমুদ্রে মাছ ধরা/জলজ পালন শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের কোভিড-১৯ এর লকডাউনের থেকে ছাড় সংক্রান্ত কেন্দ্রীয়স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকার পঞ্চম সংযোজন
Posted On:
10 APR 2020 10:38PM by PIB Kolkata
নতুনদিল্লি, ১০ এপ্রিল, ২০২০
কোভিড-১৯ এর মোকাবিলার জন্য দেশ জুড়ে প্রতিরোধমূলক নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্থাৎ লকডাউনের মধ্যে কেন্দ্রীয়স্বরাষ্ট্র মন্ত্রক সব মন্ত্রক/দপ্তরগুলিকে এ সংক্রান্ত নির্দেশিকার পঞ্চম সংযোজনটি পাঠিয়েছে।
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1607997
এই পঞ্চম সংযোজনে সমুদ্রে মাছ ধরতে যাওয়া, জলজ প্রাণীর প্রতিপালন, এবং এই শিল্পের সঙ্গে যুক্ত যে সব লোক ওই প্রাণীদের খাওয়ানো, প্রক্রিয়াকরণের নানা কাজ, বিক্রি, বাজার জাত করা সহ সমস্ত কাজে যুক্ত, তাঁদের লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে। এই নির্দেশিকাটি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন
https://static.pib.gov.in/WriteReadData/userfiles/5th%20Addendum%20giving%20exemption%20to%20Fishing%20(Marine)%20and%20Aquaculture%20Industry.pdf
CG/CB
(Release ID: 1613228)
Visitor Counter : 214