প্রধানমন্ত্রীরদপ্তর

ভারত এবং সুইডেনের প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে বার্তালাপ

Posted On: 07 APR 2020 4:59PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৭ এপ্রিল, ২০২০

 

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেনর সঙ্গে কথা বলেছেন।

উভয় নেতাই  কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ এবং এর জেরে নিজের নিজের দেশে স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে যে প্রভাব পড়েছে, তা দূর করতে  কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা নিয়ে আলোচনা করেন।

দুই নেতাই উভয় দেশের  বিজ্ঞানী এবং গবেষকদের মধ্যে তথ্য আদান প্রদান ও কার্যকরী সহযোগিতার বিষয়ে সহমত পোষণ করেন, যাতে সারা বিশ্ব যেভাবে  কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে প্রয়াস চালাচ্ছে তাতে তারা সাহায্য করতে পারেন।

বর্তমানে ভ্রমণ নির্দেশিকার কারণে দুই দেশের অনেক নাগরিকই একে অপরের দেশে আটকে পড়েছেন, তাই এই সময়ে তাদের প্রয়োজনীয় সাহায্য ও যথাযথ সুযোগসুবিধা প্রদানের বিষয়ে উভয় নেতাই সহমত পোষণ করেন।

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের  সমস্যা দূর করতে উভয় দেশের আধিকারিকরা আগামী দিনে একে অপরের সঙ্গে সমন্বয় বজায় রেখে চলবে বলেও তাঁরা সহমত ব্যক্ত করেন ।

 



CG/SS


(Release ID: 1612012) Visitor Counter : 166