রেলমন্ত্রক

কোভিড-১৯ লকডাউন চলাকালীন সাধারণ মানুষের ব্যবহৃত চিনি, লবণ ও ভোজ্য তেলের সরবরাহ সুনিশ্চিত করতে ভারতীয় রেলের উদ্যোগ

प्रविष्टि तिथि: 05 APR 2020 3:27PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ এপ্রিল, ২০২০

 

 


কোভিড-১৯ লকডাউন চলাকালীন সময়ে সাধারণ মানুষের নিত্য ব্যবহৃত চিনি লবণ ও ভোজ্য তেলের যাতে ঘাটতি দেখা না দেয়, তার জন্য ভারতীয় রেল সর্বাত্মক প্রয়াস চালাচ্ছে। নিত্য প্রয়োজনীয় এই তিনটি অত্যাবশ্যক সামগ্রী পরিবহণ ও সরবরাহের কাজ পুরোদমে চলছে।


ভারতীয় রেল বিগত ১৩ দিনে ১ হাজার ৩০০-রও বেশি চিনি ভর্তি ওয়াগন, লবণ বোঝাই ৯৫৮টি ওয়াগন এবং ভোজ্যতেল পরিবাহী ৩৭৮টি ওয়াগন (১ ওয়াগনে ৫৮-৬০ টন তেল বোঝাই থাকে) দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করেছে।


রেলের আধিকারিকরা বিভিন্ন পর্যায়ে পণ্য পরিবহণের ওপর নজর রাখছেন। পণ্য ওঠা-নামার জায়গাগুলিতে রেলকে যে সমস্যার মুখোমুখী হতে হয়েছে, তা এখন দূর করার চেষ্টা চলছে। পরিবহণ সংক্রান্ত সমস্যাগুলির নিরসনে ভারতীয় রেল স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রেখে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে নিয়ে একযোগে কাজ করে চলেছে।

 

 


CG/BD/SB


(रिलीज़ आईडी: 1611396) आगंतुक पटल : 218
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , हिन्दी , Marathi , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu