প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী : বিটিং রিট্রিট অনুষ্ঠান ভারতের সমৃদ্ধ সামরিক ঐতিহ্যের শক্তির প্রদর্শন

प्रविष्टि तिथि: 29 JAN 2026 9:51AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ জানুয়ারি ২০২৬


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, বিটিং রিট্রিট অনুষ্ঠান সাধারণতন্ত্র দিবস উদযাপনের সমাপ্তির প্রতীক এবং ভারতের সমৃদ্ধ সামরিক ঐতিহ্যের প্রদর্শন। শ্রী মোদী আরও বলেছেন, “আমরা অত্যন্ত গর্বিত আমাদের সশস্ত্রবাহিনীর জন্য, যাঁরা দেশের প্রতিরক্ষার জন্য নিজেদের সমর্পণ করেছেন।” 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একটি সংস্কৃত সুভাষিতমও ভাগ করে নিয়েছেন, যাতে জোর দেওয়া হয়েছে জয়ের পথে রণযাত্রা হিসেবে প্রজ্ঞা এবং সম্মানের ওপর। 

“একো বহুনামোসি মন্য ইডিতা বিশং বিশং যোদ্ধায় সং শিশাধি।

অকৃত্তরু কত্বয়া যুজা বয়ং দ্দুমন্তং ঘোষং বিজয়ায় কৃণ্মসি।।”

সুভাষিতমে বলা হয়েছে যে, ও, সাহসী যোদ্ধা! তোমার ক্রোধ প্রজ্ঞা দ্বারা পরিচালিত হওয়া উচিত। তুমি হাজারের মধ্যে একজন নায়ক। তোমার লোকজনদের শেখাও সম্মানের সঙ্গে শাসন করতে এবং যুদ্ধ করতে। আমরা তোমার পাশে থেকে জয়ধ্বনি দিতে চাই, যখন আমরা জয়ের পথে যাত্রা করবো!

প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন;

“আজ সন্ধ্যায় বিটিং রিট্রিটের আয়োজন হবে। এটি সাধারণতন্ত্র দিবস অনুষ্ঠানের সমাপ্তির প্রতীক। এতে ভারতের সমৃদ্ধ সামরিক ঐতিহ্যের শক্তি প্রদর্শিত হবে। দেশের প্রতিরক্ষায় সমর্পিত আমাদের সশস্ত্রবাহিনীর জন্য আমাদের অত্যন্ত গর্ব বোধ হয়।

एको बहूनामसि मन्य ईडिता विशं विशं युद्धाय सं शिशाधि।
अकृत्तरुक्त्वया युजा वयं द्युमन्तं घोषं विजयाय कृण्मसि॥" 

 

SC/AP/AS


(रिलीज़ आईडी: 2219908) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Gujarati , Telugu , Kannada , Malayalam