প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের ভারত সফর : সাফল্যের তালিকা

प्रविष्टि तिथि: 27 JAN 2026 2:53PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি, ২০২৬

 

 

ক্রমিক সংখ্যা

নথি

ক্ষেত্র

১.

২০৩০-এর অভিমুখে : ভারত-ইউরোপীয় ইউনিয়ন যৌথ সর্বাত্মক কৌশলগত কর্মসূচি।

ভারত-ইইউ কৌশলগত অংশীদারিত্বের যাবতীয় পরিসর

২.

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনার সমাপ্তি ঘোষণা।

বাণিজ্য এবং অর্থনীতি; এবং আর্থিক বিষয়

৩.

আরবিআই এবং ইউরোপিয়ান সিকিউরিটিজ অ্যান্ড মার্কেট অথরিটি (ইএসএমএ)-র মধ্যে সমঝোতা

৪.

বৈদ্যুতিন স্বাক্ষর এবং শিলমোহর সংক্রান্ত অত্যাধুনিক প্রশাসনিক ব্যবস্থাপনা

৫.

নিরাপত্তা এবং প্রতিরক্ষা অংশীদারিত্ব

প্রতিরক্ষা এবং নিরাপত্তা

৬.

তথ্যের নিরাপত্তা সংক্রান্ত ভারত-ইইউ চুক্তির বিষয়ে আলোচনার সূচনা।

৭.

যাতায়াত সংক্রান্ত সহযোগিতায় সার্বিক কাঠামো।

দক্ষতায়ন ও যাতায়াত

৮.

দক্ষ কর্মীদের যাতায়াত সহজ করতে ভারতে ইউরোপীয় ইউনিয়নের একটি দপ্তর চালু করা।

৯.

বিপর্যয় ও আপৎকালীন পরিস্থিতির মোকাবিলার বিষয়ে এনডিএমএ এবং ডিরেক্টরেট জেনারেল ফর ইউরোপিয়ান সিভিল প্রোটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশন্স (ডিজি-ইসিএইচও)-এর মধ্যে প্রশাসনিক বোঝাপড়া।

বিপর্যয় মোকাবিলা

১০.

গ্রিন হাইড্রোজেন টাস্ক ফোর্সের গঠন।

পরিবেশ-বান্ধব শক্তি

১১.

২০২৫-৩০ সময়কালের জন্য ভারত-ইইউ বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত চুক্তির পুনর্নবীকরণ।

বিজ্ঞান ও প্রযুক্তি, এবং গবেষণা ও উদ্ভাবনা

১২.

হরাইজন ইউরোপ কর্মসূচি সংক্রান্ত সমঝোতায় ভারতের অন্তর্ভুক্তির জন্য আলোচনার সূচনা।

১৩.

ভারত-ইইউ ত্রিপাক্ষিক সহযোগিতা কর্মসূচির আওতায় যৌথভাবে চারটি (৪) প্রকল্পের রূপায়ণের বিষয়ে চুক্তি – ডিজিটাল উদ্ভাবন এবং মহিলা ও যুবাদের দক্ষতায়ন কেন্দ্র; কৃষি ও খাদ্য উৎপাদনে মহিলা কৃষকদের ক্ষমতায়নের লক্ষ্যে সৌরশক্তি-ভিত্তিক সমাধান; অগ্রিম সতর্কীকরণ প্রণালী; এবং আফ্রিকা ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় ও ক্যারিবীয় অঞ্চলে ছোট দ্বীপগুলিতে পরিবেশ-বান্ধব শক্তির প্রসারে সৌরশক্তি-ভিত্তিক উদ্যোগ।

সংযোগ

 

SC/AC/DM....


(रिलीज़ आईडी: 2219217) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Gujarati , Tamil , Kannada , Malayalam