স্বরাষ্ট্র মন্ত্রক
সিআরপিএফ এবং ঝাড়খণ্ড পুলিশের নকশাল বিরোধী যৌথ অভিযানে ‘অনল ওরফে পতিরাম মাঝি’ সহ অন্য ১৫ জন নকশাল নিহত হওয়ার ঘটনাকে বড় সাফল্য বলে আখ্যা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
प्रविष्टि तिथि:
22 JAN 2026 8:28PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২২ জানুয়ারি, ২০২৬
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমে সিআরপিএফ এবং ঝাড়খণ্ড পুলিশের যৌথ অভিযানে নকশাল কেন্দ্রীয় কমিটির কুখ্যাত সদস্য ‘অনল ওরফে পতিরাম মাঝি’ সহ অন্য ১৫ জন নকশাল নেতার নিহত হওয়ার ঘটনাকে বড় সাফল্য বলে আখ্যা দিয়েছেন। কুখ্যাত নকশাল নেতা পতিরাম মাঝির মাথার দাম ধার্য করা হয়েছিল ১ কোটি টাকা।
এক্স সমাজমাধ্যমে একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ বলেছেন, ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমে সিআরপিএফ এবং ঝাড়খণ্ড পুলিশের চলতি নকশাল বিরোধী যৌথ অভিযানে নকশাল কেন্দ্রীয় কমিটির কুখ্যাত সদস্য ‘অনল ওরফে পতিরাম মাঝি’ সহ অন্য ১৫ জন নকশালের নিহত হওয়া এক বড় সাফল্য। নকশালবাদের পথ ছেড়ে উন্নয়ন ও বিশ্বাসের জীবনযাত্রার মূল স্রোতে ফিরে আসার পুনরায় আহ্বান জানিয়েছেন তিনি। নকশালবাদের পথ হিংসা, সন্ত্রাস এবং অস্ত্র গ্রহণের পথে চালিত করে বলে তিনি জানান।
SC/AB/SKD
(रिलीज़ आईडी: 2217779)
आगंतुक पटल : 5