রেলমন্ত্রক
এক স্টেশন এক পণ্য : ভারতীয় রেলের মাধ্যমে আঞ্চলিক পরিচিতির উদযাপন
प्रविष्टि तिथि:
20 JAN 2026 4:43PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ জানুয়ারি, ২০২৬
ভারতীয় রেলের এক স্টেশন এক পণ্য (ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট – ওএসওপি) স্থানীয় কারুশিল্পের প্রসারে বড় এক মঞ্চ হয়ে উঠেছে। এর মাধ্যমে দেশ জুড়ে ঔদ্যোগিকতারও প্রসার ঘটছে তৃণমূল স্তরে। রেলস্টেশনগুলিকে ভারতের সমৃদ্ধ আঞ্চলিক বৈচিত্র্যের প্রদর্শন স্থল করে তোলা হচ্ছে এই কর্মসূচির মাধ্যমে।
স্থানীয় ঐতিহ্যকে জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার এই উদ্যোগ যাত্রীদের ভ্রমণ আনন্দদায়ক করে তোলার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিকাশেরও সহায়ক।
২০২৬-এর ১৯ জানুয়ারি পর্যন্ত ২,০০২ টি রেলস্টেশনে ওএসওপি বিক্রয় কেন্দ্র চালু করা হয়েছে। সারা দেশে এধরণের মোট ২,৩২৬ টি বিক্রয় কেন্দ্র চালু রয়েছে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ পাচ্ছেন স্থানীয় কারুশিল্পী ও ছোট ব্যবসায়ীরা। উপকৃতের সংখ্যা ১.৩২ লক্ষের বেশি।
“ভোকাল ফর লোকাল”- মন্ত্রের সার্থক রূপায়ণ এই কর্মসূচি। স্থানীয় শিল্পী ও কারিগরদের উৎপাদিত পণ্যের বিপণনের মাধ্যমে তাঁদের উপার্জন ও আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরাণ্বিত হচ্ছে এর ফলে।
SC/AC/SG
(रिलीज़ आईडी: 2216704)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Tamil
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam