রেল মন্ত্রক
azadi ka amrit mahotsav

এক স্টেশন এক পণ্য: ভারতীয় রেলের মাধ্যমে আঞ্চলিক পরিচয়

प्रविष्टि तिथि: 20 JAN 2026 4:43PM by PIB Agartala

নয়াদিল্লি, ২০ জানুয়ারি ২০২৬: ভারতীয় রেলের ‘এক স্টেশন এক পণ্য’ (ওএসওপি) প্রকল্পটি স্থানীয় হস্তশিল্পকে উৎসাহিত করার জন্য একটি শক্তিশালী মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে। এটি সারা দেশে তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের উৎসাহিত করে চলেছে। এই উদ্যোগটি রেল স্টেশনগুলোকে ভারতের সমৃদ্ধ আঞ্চলিক বৈচিত্র্যের প্রাণবন্ত প্রদর্শনী কেন্দ্রে রূপান্তরিত করতে চায়।

স্থানীয় ঐতিহ্যকে জাতীয় রেল নেটওয়ার্কের সাথে একীভূত করার মাধ্যমে, ওএসওপি কেবল যাত্রীদের অভিজ্ঞতাকেই উন্নত করছে না, বরং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও সহায়তা করছে৷

১৯শে জানুয়ারি ২০২৬ পর্যন্ত, দেশের ২,০০২টি স্টেশনে ওএসওপি আউটলেট স্থাপন করা হয়েছে এবং মোট ২,৩২৬টি আউটলেট চালু রয়েছে। এই আউটলেটগুলো হাজার হাজার স্থানীয় কারিগর, তাঁতি এবং ক্ষুদ্র উৎপাদকদের জীবিকার উৎস হয়ে উঠেছে, যারা এখন প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে পারছেন। এছাড়াও, ২০২২ সালে ওএসওপি চালু হওয়ার পর থেকে এই উদ্যোগটি ভারত জুড়ে ১.৩২ লক্ষেরও বেশি সুবিধাভোগীর জন্য প্রত্যক্ষ অর্থনৈতিক সুযোগ তৈরি করেছে।

সংখ্যার বাইরেও, ওএসওপি ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং আঞ্চলিক বিশেষত্বগুলোকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করছে, যা একসময় তাদের গুরুত্ব হারাচ্ছিল। উত্তর-পূর্বের হাতে তৈরি মাটির পাত্র ও বাঁশের কাজ থেকে শুরু করে অন্যান্য অঞ্চলের মশলা, হস্তচালিত তাঁতের পণ্য এবং স্থানীয় মিষ্টি পর্যন্ত, এই পণ্যগুলো প্রতিটি অঞ্চলের সারমর্ম ভ্রমণকারীদের কাছে তুলে ধরছে৷

ব্যবসার সাথে সংস্কৃতিকে একত্রিত করার মাধ্যমে, ভারতীয় রেলওয়ে স্টেশনগুলোকে স্থানীয় উদ্যোগের কেন্দ্রে রূপান্তরিত করেছে। ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ উদ্যোগটি ‘ভোকাল ফর লোকাল’-এর একটি প্রকৃত উদাহরণ হয়ে উঠেছে, যা সম্প্রদায়গুলোকে ক্ষমতায়ন করার পাশাপাশি দেশজুড়ে যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করছে।

*****

PS/DM/KMD


(रिलीज़ आईडी: 2216675) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English