প্রধানমন্ত্রীরদপ্তর
১৭-১৮ জানুয়ারি আসাম সফর প্রধানমন্ত্রীর
प्रविष्टि तिथि:
16 JAN 2026 1:53PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ জানুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৭-১৮ জানুয়ারি আসাম সফর করবেন।
১৭ জানুয়ারি সন্ধ্যা ৬টা নাগাদ গুয়াহাটির সারুসাজাই স্টেডিয়ামে পরম্পরাগত বোড়ো সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
এতে এক নৃত্যানুষ্ঠানে অংশ নেবেন রাজ্যের ২৩টি জেলার ৮১টি বিধানসভা কেন্দ্রের ১০ হাজার বোড়ো শিল্পী।
বোড়ো সম্প্রদায়ের অন্যতম প্রিয় লোকনৃত্য হল “বাগুরুম্বা”। এই নৃত্যের মাধ্যমে ফুলের কুঁড়ি প্রস্ফুটিত হওয়ার বার্তা দেওয়া হয়।
১৮ জানুয়ারি সকাল ১১টা নাগাদ কাঞ্চনজঙ্ঘা এলিভেটেড করিডর প্রকল্পের ভূমি পূজনে অংশ নেবেন তিনি।
চার-লেনের এই করিডরের জন্য খরচ ধরা হয়েছে ৬,৯৫০ কোটি টাকা। ৮৬ কিলোমিটার দীর্ঘ এই করিডর হল পরিবেশ-বান্ধব মহাসড়ক প্রকল্প। এতে ৩৫ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড ওয়াইল্ড লাইফ করিডর থাকবে। ২১ কিলোমিটার হল বাইপাস এবং ৩০ কিলোমিটার হল ৭১৫ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারিত অংশ। এই প্রকল্পের লক্ষ্য হল, কাজিরাঙ্গা অভয়ারণ্যের জীব-বৈচিত্র্য রক্ষার পাশাপাশি যোগাযোগ পরিকাঠামোকে শক্তিশালী করা।
নগাঁও, কার্বি আংলং এবং গোলাঘাট জেলাকে যুক্ত করবে এই প্রকল্প। এর ফলে, ডিব্রুগড় এবং তিনসুকিয়ার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে।
প্রধানমন্ত্রী নগাঁও জেলার কলিয়াবর থেকে দুটি অমৃত ভারত এক্সপ্রেস, গুয়াহাটি (কামাক্ষ্যা)-রোহতক অমৃত ভারত এক্সপ্রেস এবং ডিব্রুগড়-লক্ষ্ণৌ (গোমতী নগর) অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করবেন।
SC/MP/DM/16th Jan, 2026
(रिलीज़ आईडी: 2215375)
आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Khasi
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Nepali
,
Bengali-TR
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam