প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রী ১৭-১৮ জানুয়ারি আসাম সফর করবেন
বোড়ো সম্প্রদায়ের সমৃদ্ধ ঐতিহ্য উদযাপনের ঐতিহাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান 'বাগুরুম্বা দ্বৌ ২০২৬' এ ১৭ই জানুয়ারি যোগ দেবেন প্রধানমন্ত্রী
বাগুরুম্বা নৃত্য পরিবেশন করবেন বোড়ো সম্প্রদায়ের ১০ হাজারেরও বেশি শিল্পী
কালিয়াবরে ৬৯৫০ কোটি টাকার কাজিরাঙ্গা এলিভেটেড করিডর প্রকল্পের ভূমি পূজন করবেন প্রধানমন্ত্রী
এই প্রকল্পটি প্রাণীদের নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করবে, মানব-বন্যপ্রাণীর সংঘাত হ্রাস হবে এবং আঞ্চলিক সংযোগও বাড়িয়ে তুলবে
প্রধানমন্ত্রী গুয়াহাটি (কামাখ্যা)-রোহতক এবং ডিব্রুগড়-লখনউ (গোমতী নগর)-এর মধ্যে ২টি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা সূচনা করবেন
प्रविष्टि तिथि:
16 JAN 2026 1:53PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৬ জানুয়ারি, ২০২৬: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৭-১৮ জানুয়ারি আসাম সফর করবেন।
১৭ই জানুয়ারি সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী গুয়াহাটির সারুসাজাই স্টেডিয়ামে ঐতিহ্যবাহী বোড়ো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।
১৮ই জানুয়ারি সকাল ১১টায় প্রধানমন্ত্রী ৬৯৫০ কোটি টাকার কাজিরাঙ্গা এলিভেটেড করিডর প্রকল্পের ভূমি পূজন করবেন এবং নওগাঁ জেলার কালিয়াবরে দুটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন।
গুয়াহাটিতে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী গুয়াহাটির সারুসাজাই স্টেডিয়ামে বোড়ো সম্প্রদায়ের সমৃদ্ধ ঐতিহ্য উদযাপনকারী ঐতিহাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান 'বাগুরুম্বা দ্বৌ ২০২৬' এ অংশ নেবেন।
এই উপলক্ষে বোড়ো সম্প্রদায়ের ১০,০০০ এরও বেশি শিল্পী একটি একক সমন্বিত উপস্থাপনায় বাগুরুম্বা নৃত্য পরিবেশন করবেন। রাজ্যের ২৩টি জেলা থেকে ৮১টি বিধানসভা কেন্দ্রের শিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নেবেন।
প্রকৃতি দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত 'বাগুরুম্বা' বোড়ো সম্প্রদায়ের অন্যতম লোকনৃত্য। নৃত্যটি প্রস্ফুটিত ফুলের প্রতীক এবং মানব জীবন ও প্রাকৃতিক জগতের মধ্যে সুরেলা ভিত্তিক সহাবস্থানের প্রতিফলন।ঐতিহ্যগতভাবে এটি বোড়ো তরুণীরা পরিবেশন করেন, যেখানে পুরুষরা সঙ্গীতযন্ত্রের মাধ্যমে সংগত করেন। নৃত্যের কোমল ও প্রবাহমান ভঙ্গিমায়
প্রজাপতি, পাখি, পাতা এবং ফুলকে অনুকরণ করে। অনুষ্ঠানগুলি সাধারণত দলবদ্ধভাবে বৃত্ত বা সারিবদ্ধ ভাবে পরিবেশিত এই নৃত্য দৃশ্যগত সৌন্দর্য বাড়িয়ে তুলে।
বাগুরুম্বা নৃত্য বোড়ো জনগণের জন্য গভীর সাংস্কৃতিক তাৎপর্য বহন করে। এটি শান্তি, উর্বরতা, আনন্দ এবং সম্মিলিত সম্প্রীতির প্রতিনিধিত্ব করে এবং বোড়ো নববর্ষ বুইসাগু এবং দোমাসির মতো উৎসবের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত।
কালিয়াবরে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ৬,৯৫০ কোটি টাকার কাজিরাঙ্গা এলিভেটেড করিডর প্রকল্পের (জাতীয় সড়ক-৭১৫ এর কালিয়াবোর-নুমালিগড় অংশের ৪ লেন) ভূমি পূজন করবেন।
৮৬কিলোমিটার দীর্ঘ কাজিরাঙ্গা এলিভেটেড করিডর প্রকল্পটি একটি পরিবেশ সচেতন জাতীয় মহাসড়ক প্রকল্প। এতে ৩৫ কিলোমিটার এলিভেটেড ওয়াইল্ডলাইফ করিডর থাকবে যা কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের মধ্য দিয়ে যাবে, ২১ কিলোমিটার বাইপাস সেকশন এবং এনএইচ-৭১৫-এর বিদ্যমান মহাসড়ক সেকশনকে দুই থেকে চার লেনে ৩০ কিলোমিটার প্রশস্ত করবে। এই প্রকল্পের লক্ষ্য উদ্যানের সমৃদ্ধ জীববৈচিত্র্যের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি আঞ্চলিক সংযোগ উন্নত করা।
প্রকল্পটি নওগাঁ, কার্বি আলং ও গোলাঘাট জেলার মধ্য দিয়ে যাবে এবং আপার অসম, বিশেষ করে ডিব্রুগড় ও তিনসুকিয়ার সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটাবে। এলিভেটেড ওয়াইল্ডলাইফ করিডোরটি প্রাণীদের নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করবে, মানব-বন্যপ্রাণী সংঘাত হ্রাস করবে। এটি সড়ক নিরাপত্তা বৃদ্ধি করবে, ভ্রমণের সময় এবং দুর্ঘটনার হার হ্রাস করবে এবং ক্রমবর্ধমান যাত্রী ও মালবাহী ট্র্যাফিককে সমর্থন করবে। প্রকল্পের অংশ হিসাবে, জাখলবান্ধা এবং বোকাখাটে বাইপাসগুলি তৈরি করা হবে যা শহরগুলিতে ভিড় কমাতে, শহুরে চলাচলের উন্নতি করতে এবং স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করবে।
এই কর্মসূচি চলাকালীন প্রধানমন্ত্রী গুয়াহাটি (কামাখ্যা)-রোহতক অমৃত ভারত এক্সপ্রেস এবং ডিব্রুগড়-লখনউ (গোমতী নগর) অমৃত ভারত এক্সপ্রেস-এই দুটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন। এই নতুন ট্রেন পরিষেবাগুলি উত্তর-পূর্ব এবং উত্তর ভারতের মধ্যে রেল যোগাযোগকে শক্তিশালী করবে, যা মানুষের জন্য নিরাপদ এবং আরও সুবিধাজনক ভ্রমণকে সক্ষম করবে।
*****
PS/PKS/KMD
(रिलीज़ आईडी: 2215350)
आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English