তথ্যওসম্প্রচারমন্ত্রক
উদ্ভাবকদের উৎসাহদান’ সংক্রান্ত দক্ষতা উদ্যোগে নেটফ্লিক্স-এর সঙ্গে যৌথ সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং ভারত সরকারের মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা কার্যালয়
प्रविष्टि तिथि:
13 JAN 2026 5:49PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ জানুয়ারি, ২০২৬
নেটফ্লিক্স-এর সঙ্গে যৌথভাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং ভারত সরকারের মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা কার্যালয় আয়োজিত ‘উদ্ভাবকদের উৎসাহদান – নতুন ভারতের নতুন পরিচয়’ সংক্রান্ত দক্ষতা উদ্যোগের সমাপ্তি ঘটেছে। এই উদ্যোগের লক্ষ্য হ’ল, ভারতের উদ্ভাবন এবং সৃজনশীল পরিমণ্ডলকে একসূত্রে গাঁথা।
এই উদ্যোগে ৮টি ভারতীয় স্টার্টআপ’কে তাদের কাজে দক্ষতার জন্য চিহ্নিত করা হয়েছে। সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইন্সটিটিউট, ন্যাশনাল ইন্সটিটিউট অফ ডিজাইন সহ ভারতের ৮টি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা স্বল্পদৈর্ঘ্যের ৮টি অ্যানিমেটেড ছবি তৈরির মাধ্যমে তাঁদের সৃজনশীল প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এতে অংশগ্রহণকারীদের মধ্যে ৫০ শতাংশই ছিলেন মহিলা।
অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগণ বলেন, "আজ আমাদের ক্রিয়েটররা ভারতীয় কাহিনীকে বিশ্বের দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পেয়েছেন। সরকারের লক্ষ্য হ’ল – ভবিষ্যতের উপযোগী এক সৃজনশীল পরিকাঠামো গড়ে তোলা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু বলেন, “উদ্ভাবন ক্ষেত্রে ভারতে এখন উল্লেখযোগ্য সাফল্য দেখা যাচ্ছে। প্রকৃত অর্থে এই যুগ হ’ল – ক্রিয়েটরদের যুগ। আমরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছি। তাই, আগামী প্রজন্মের দিকে লক্ষ্য রেখে নতুন প্রযুক্তিকে গ্রহণ করা অত্যন্ত জরুরি।"
নেটফ্লিক্স-এর ইউটিউব চ্যানেলে এই ৮টি ছবি দেখা যাবে।
SC/MP/SB
(रिलीज़ आईडी: 2214623)
आगंतुक पटल : 4