প্রধানমন্ত্রীরদপ্তর
যুবশক্তির প্রতি স্বামী বিবেকানন্দের আস্থা প্রকাশিত হয়, এ ধরণের একটি সংস্কৃত সুভাষিতম প্রধানমন্ত্রী সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন
प्रविष्टि तिथि:
12 JAN 2026 10:11AM by PIB Kolkata
নতুনদিল্লি, ১২ জানুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংস্কৃত ভাষার একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন, যেখানে স্বামী বিবেকানন্দর যুবশক্তির প্রতি আস্থা প্রকাশিত হয়েছে। স্বামীজী বিশ্বাস করতেন, যুবশক্তিরই দেশ গড়ার ক্ষমতা রয়েছে। দেশের যুবক যুবতীদের উৎসাহ উদ্দীপনায় প্রতিটি লক্ষ্যপূরণ করা সম্ভব হবে।
“অঙ্গনবেদী বসুধা কুল্যা জলধীঃ স্থলী চ পাতালম।
বল্মীকশ্চ সুমেরুঃ কৃতপ্রতিজ্ঞস্য বীরস্য”।
সুভাষিতমের অর্থ হলো, যাদের সাহস এবং দৃঢ় ইচ্ছাশক্তি আছে, তাদের কাছে সমগ্র পৃথিবী তাঁদের নিজেদের বাড়ির উঠোনের মতো, সমুদ্র তাঁদের কাছেপুকুরের মতো এবং আকাশ উঁচু পাহাড়ের মতো। দৃঢ় ইচ্ছাশক্তিসম্পন্ন ব্যক্তিদের কাছে পৃথিবীর কোন কিছুই অসম্ভব নয়।
সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় শ্রী মোদী লিখেছেন,
“স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন, যুবশক্তিরই দেশ গড়ার ক্ষমতা রয়েছে। দেশের যুবক যুবতীদের উৎসাহ উদ্দীপনায় প্রতিটি লক্ষ্যপূরণ করা সম্ভব হবে।
“অঙ্গনবেদী বসুধা কুল্যা জলধীঃ স্থলী চ পাতালম।
বল্মীকশ্চ সুমেরুঃ কৃতপ্রতিজ্ঞস্য বীরস্য। "
SC/CB
(रिलीज़ आईडी: 2213657)
आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam