জলশক্তি মন্ত্রক
স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ) - এর আওতায় মলমূত্র ব্যবস্থাপনার উদ্ভাবনী মডেল নিয়ে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে মতবিনিময় করলেন কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী সি আর পাটিল
प्रविष्टि तिथि:
07 JAN 2026 11:16AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৭ জানুয়ারি, ২০২৬
স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ) – এর আওতায় মলমূত্র ব্যবস্থাপনার উদ্ভাবনী বিভিন্ন মডেলের বাস্তবায়ন নিয়ে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে গত ০৬ জানুয়ারি ভার্চ্যুয়াল আলাপচারিতার আয়োজন করে।
আলাপচারিতায় পৌরোহিত্য করেন কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী শ্রী সি আর পাটিল। বিভাগীয় প্রতিমন্ত্রী শ্রী ভি সোমান্না, পানীয় জল ও নিকাশি ও শৌচ দপ্তরের সচিব শ্রী অশোক কে কে মীনা প্রমুখ উপস্থিত ছিলেন। বিভিন্ন জেলাশাসক, গ্রাম পঞ্চায়েতের মুখ্য কার্যনির্বাহী, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, পঞ্চায়েত সদস্য এবং রাজ্য মিশন অধিকর্তা ও সমন্বায়ক দপ্তরগুলির পদস্থ আধিকারিকরা ভার্চ্যুয়াল মাধ্যমে আলোচনায় যোগ দেন।
এই আলাপচারিতার উদ্দেশ্য ছিল – দেশের বিভিন্ন অংশের সফল মলমূত্র ব্যবস্থাপনার মডেলগুলির অভিজ্ঞতা ভাগ করে নেওয়া এবং শৌচ ও নিকাশি ব্যবস্থার সামগ্রিক মূল্যশৃঙ্খলের উপর নজর রেখে শৌচাগার নির্মাণের বাইরেও নিরাপদ শৌচ ও নিকাশি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা।
গুজরাট, সিকিম, মধ্যপ্রদেশ, কর্ণাটক, ওড়িশা, লাদাখ ও ত্রিপুরার প্রতিনিধিরা নিজেদের মডেল উপস্থাপিত করেন এবং অভিজ্ঞতা ভাগ করে নেন। মলমূত্র ও বর্জ্য জলের নিরাপদ সংগ্রহ, পরিবহণ, পরিশোধন ও পুনর্ব্যবহার নিয়ে আলোচনা হয়। স্বচ্ছতা সুরক্ষিত রাখার পাশাপাশি, এই মডেলগুলিতে গোষ্ঠীস্তরে কর্মসংস্থান সৃষ্টির দিশাও রয়েছে।
ওড়িশার খুরদা জেলার একটি মডেলে রূপান্তরকামীদের নেতৃত্বে স্বনির্ভর গোষ্ঠী মলমূত্র ব্যবস্থাপনার পরিচালনা ও রক্ষণা-বেক্ষণ করছে। এর মাধ্যমে বোঝা যায় যে, শৌচ ও নিকাশি ব্যবস্থা কিভাবে সুস্থিত ও অন্তর্ভুক্তিমূলক হতে পারে।
অন্যান্য যেসব মডেল উপস্থাপিত হয়, তার মধ্যে রয়েছে – গুজরাটের ডাং জেলার প্রত্যন্ত জনজাতি এলাকায় টুইন পিটের শৌচাগার, সিকিমের মাঙ্গান জেলার পার্বত্য এলাকায় সিঙ্গল পিট থেকে টুইন পিট শৌচাগারের পুনর্নির্মাণ, মধ্যপ্রদেশের ইন্দোর জেলার কালীবিলোদ গ্রাম পঞ্চায়েতে ভারতের প্রথম গ্রামীণ মলমূত্র ব্যবস্থাপনা যেখানে পরিশোধিত বর্জ্য পদার্থের সাহায্যে মাছ চাষের পরীক্ষা চলছে। কর্ণাটকের কান্নাডা জেলায় স্বনির্ভর গোষ্ঠীগুলির পরিচালনায় মলমূত্র ব্যবস্থাপনা মডেল, লাদাখের লেহ জেলায় চরম আবহাওয়ায় শৌচাগার নির্মাণ, ত্রিপুরার গোমতী জেলায় মেলা সমাবেশের জন্য জৈব শৌচাগার প্রভৃতি।
কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী শ্রী পাটিল অংশগ্রহণকারীদের উদ্ভাবনী মডেলের প্রশংসা করে বলেন, এগুলি শুধু স্বচ্ছ ভারত অভিযানে অবদান রাখছে তাই নয়, আয় ও জীবিকার সুযোগও সৃষ্টি করছে। মলমূত্র ব্যবস্থাপনাকে উপযুক্ত প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও দীর্ঘস্থায়ী করার উপর জোর দেন তিনি। শ্রী পাটিল বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব গান্ধীজীর পরিচ্ছন্নতার বার্তাকে দেশের প্রতিটি কোণে পৌঁছে দিয়েছে, স্বচ্ছতার জন্য দেশব্যাপী আন্দোলন অভূতপূর্ব গতি অর্জন করেছে।
SC/SD/SB
(रिलीज़ आईडी: 2212084)
आगंतुक पटल : 13