মানবসম্পদবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিভিন্ন ধ্রুপদী ভারতীয় ভাষায় ৫৫টি সাহিত্যকৃতি প্রকাশ করলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

प्रविष्टि तिथि: 06 JAN 2026 5:33PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৬ জানুয়ারি, ২০২৬

 


নতুন দিল্লিতে আজ এক অনুষ্ঠানে বিভিন্ন ধ্রুপদী ভারতীয় ভাষায় ৫৫টি সাহিত্যকৃতি প্রকাশ করলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এর মধ্যে রয়েছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস-এর আওতাধীন সেন্টার্স অফ একসেলেন্স ফর ক্ল্যাসিক্যাল ল্যাঙ্গুয়েজেসের প্রকাশিত ৪১টি বই। পাশাপাশি তিরুক্কুরাল সাংকেতিক ভাষায় ১৩টি এবং সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্ল্যাসিক্যাল তামিলের একটি বইও প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী।

এইসব সাহিত্যকৃতির মধ্যে রয়েছে কন্নড়, তেলুগু, মালায়লম, ওড়িয়া এবং তামিল ভাষার নানান রচনা। 

শ্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার ভারতের সব ভাষার উন্নয়নে উদ্যোগী। ধ্রুপদী ভাষার রচনাকে অন্য ভাষায় অনুবাদ করার জোরদার উদ্যোগ নেওয়া হচ্ছে। ভারতীয় ভাষায় শিক্ষাদানেও অগ্রাধিকার দিচ্ছে সরকার। তিনি আরও বলেন, ভারত গণতন্ত্রের ধাত্রীভূমি এবং এই দেশের ভাষাগত বৈচিত্র্য অতুলনায়। এই সম্পদ সংরক্ষণ সকলের দায়িত্ব।

সাংকেতিক ভাষায় তিরুক্কুরালের সংক্ষিপ্ত সার প্রকাশ অন্তর্ভুক্তিমূলক আদর্শের প্রতিফলন বলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, জাতীয় শিক্ষানীতি ২০২০ ভারতীয় ভাষায় শিক্ষাদানের কথা বলে। মেকলের ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসা জরুরি।

ভারতীয় ভাষা সমিতি, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস এবং সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্ল্যাসিক্যাল তামিল-এর উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা।

 


SC/AC/SKD


(रिलीज़ आईडी: 2211953) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali-TR , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam