প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

সম্মিলিত সংহতিতেই প্রকৃত শক্তি বিদ্যমান একথা তুলে ধরে একটি সুভাষিতম ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 05 JAN 2026 9:17AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ জানুয়ারি, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভারতের অনন্তকালের সংস্কৃতি এবং আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। জোর দিয়েছেন বহু শতাব্দী ধরে অগণিত আক্রমণের মুখে তার দৃঢ়তার ওপর।

প্রধানমন্ত্রী বলেছেন যে, ভারতের সভ্যতার পথে যাত্রা সহনশীল হয়ে উঠেছে তার মানুষের সম্মিলিত শক্তির কারণে, যাঁরা অদম্য দায়বদ্ধতার সঙ্গে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে সুরক্ষিত রেখেছেন।

এক্স-এ একটি সংস্কৃত স্ত্রোত্র উল্লেখ করে তিনি দৃঢ়তার গভীর অর্থকে তুলে ধরেছেন :

“আমাদের মহান সংস্কৃতি এবং আধ্যাত্মিক ঐতিহ্য অগণিত হামলারও সাক্ষী হয়েছে। এটা দেশবাসীর সামগ্রিক শক্তি যাঁরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সব সময় অক্ষুন্ন রেখেছেন।

বনানি দহতো বহেঃ সখা ভবতি মারুতঃ।
স এব দ্বীপনাশায় কৃশে কস্যাস্তি সৌহদম্।।”

 


SC/AP/NS…


(रिलीज़ आईडी: 2211398) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam