প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী মন কি বাত-এর ১২৯তম পর্বের কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন

प्रविष्टि तिथि: 29 DEC 2025 11:01AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ ডিসেম্বর, ২০২৫




প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মন কি বাত-এর ১২৯তম পর্বের কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন।

এক্স-এ একগুচ্ছ পোস্টে শ্রী মোদী বলেছেন:

“ধন্যবাদ ১৪০ কোটি ভারতীয়ের শক্তি এবং দক্ষতাকে, বিভিন্ন ক্ষেত্রে ২০২৫-এ আমাদের দেশ অনেক কিছু অর্জন করেছে।”

#MannKiBaat

“বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ একটি বড় মঞ্চ দেশ গঠনে অবদান রাখার। আমি ২০২৬-এর ১২ জানুয়ারি, এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং আমাদের যুব শক্তির ভাবনা ও পরামর্শ শোনবার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি।”

#MannKiBaat

“স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন আমাদের যুব সমাজ এবং উদ্ভাবকদের মঞ্চ দিয়েছে প্রধান প্রধান জাতীয় এবং সামাজিক সমস্যার সমাধান করতে।”

#MannKiBaat

“ভারতের তরুণরা সুস্থায়িত্বের দিকে অত্যন্ত আগ্রহ প্রকাশ করছে। এই সূত্রে মণিপুরের মৈরাংথেম শেঠ-কে প্রশংসা করি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সৌর শক্তিকে তুলে ধরার জন্য।”

#MannKiBaat

“আগামী মাসে আমরা পার্বতী গিরিজি-র জন্ম শতবর্ষ উদযাপন করবো, যিনি আমাদের স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছিলেন এবং গরিব মানুষের পাশাপাশি প্রান্তিক মানুষের উন্নয়নেও নজর দিয়েছিলেন। আজকের #MannKiBaat-এ তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছি।”

#MannKiBaat

“রান ডাকছে!

কচ্ছে আসুন এবং রান উৎসব উপভোগ করুন।

আসুন আর সাক্ষী থাকুন লোক ঐতিহ্যের ছন্দ, স্থানীয় হস্ত শিল্পের উদ্ভাস এবং কচ্ছের অনন্তকালের সৌন্দর্যের।”

#MannKiBaat

“দুবাইয়ে একটি অভিনন্দনযোগ্য প্রয়াস তুলে ধরা হয়েছে যা সুন্দর কন্নড় ভাষাকে ভারতীয় সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় করে তুলতে চেয়েছে।”

#MannKiBaat

“নরসপুরমে এই প্রয়াস স্থানীয় লেস শিল্পকে জীবন দিয়েছে এবং সেই সূত্রে একাধিক মানুষকে সক্ষম করে তুলেছে।”

#MannKiBaat

“ফিজিতে তামিল ভাষার জনপ্রিয় হওয়া দেখে ভালো লাগছে, ওই দেশের সঙ্গে আমাদের শক্তিশালী সাংস্কৃতিক সংযোগ আছে।”

#MannKiBaat

“এটা খুব আনন্দের বিষয় কাশীর মানুষের কাছে তামিলকে জনপ্রিয় হয়ে উঠতে দেখা যা পরিষ্কার দেখা গেছে কাশী-তামিল সঙ্গমমে।”

#MannKiBaat

“বারামুলার জেহনপোড়ার বৌদ্ধ প্রাঙ্গণ জানায় জম্মু-কাশ্মীরের সাংস্কৃতিক পরিচিতি কত প্রাচীন এবং সমৃদ্ধ ছিল। এখানকার বৌদ্ধস্তূপের খোঁজ যেভাবে চালানো হয় তার কাহিনীও খুব মনোরঞ্জক।”

#MannKiBaat

“ভারত থেকে হাজার কিলোমিটার দূর ফিজিই হোক, বা আমাদের কাশী- যেভাবে তামিল ভাষার প্রসারে প্রশংসাযোগ্য প্রয়াস চালানো হচ্ছে তা হৃদয় ছুঁয়ে যায়। আমার খুশি এই যে আজ দেশের বেশ কয়েকটি জায়গাতেও বিশ্বের এই সব থেকে প্রাচীন ভাষাকে নিয়ে আকর্ষণ বাড়ছে।”

#MannKiBaat

“আইসিএমআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে যে, নিউমোনিয়া এবং ইউটিআই-এর মতো অসুখে অ্যান্টিবায়োটিক ওষুধ কমজোর প্রমাণ হয়েছে। এর একটি বড় কারণ কোনো ভাবনা চিন্তা না করেই এটা খাওয়া হয়। এই জন্য আমার পরামর্শ যে ডাক্তারদের মতামত ছাড়া অ্যান্টিবায়োটিকস খাবেন না।”

#MannKiBaat

“মণিপুরের চূড়াচন্দ্রপুরের মার্গারেট রামথারসিয়েমের কাজের জন্য গর্বিত। মণিপুরের চিরাচরিত হস্তশিল্পকে জনপ্রিয় করতে এবং অন্যদের জীবনকে ক্ষমতাশালীকরতে তিনি কাজ করেছেন।”

#MannKiBaat

“মণিপুরের সেনাপতি জেলার কে চোখনে ক্রিচেনা ফুল চাষে ব্যতিক্রমী কাজ করেছেন এবং অনেক কৃষকের জীবনে পরিবর্তন এনেছেন।”


SC/AP/SKD


(रिलीज़ आईडी: 2209429) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Tamil , Malayalam