সংস্কৃতিমন্ত্রক
ইউনেস্কোর আবহমান ঐতিহ্য তালিকার অন্তর্ভুক্ত দীপাবলি
प्रविष्टि तिथि:
10 DEC 2025 12:09PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ ডিসেম্বর, ২০২৫
ভারতে বহুল উদযাপিত ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলির অন্যতম দীপাবলি ইউনেস্কোর আবহমান ঐতিহ্য তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। নতুন দিল্লির লালকেল্লায় ইউনেস্কো অন্তঃসরকারি কমিটির বিংশতিতম অধিবেশনে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এই অধিবেশনে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, সংস্কৃতি সচিব শ্রী বিবেক আগরওয়াল এবং ১৯৪টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধি, আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং ইউনেস্কোর গ্লোবাল নেটওয়ার্কের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী বলেন, ভারত তথা বিশ্বজুড়ে যেসব সম্প্রদায় দীপাবলি উদযাপন করেন, তাঁদের কাছে এটি এক বিশাল গর্বের মুহূর্ত। এই উৎসব “তমসো মা জ্যোতির্গময়” অর্থাৎ অন্ধকার থেকে আলোয় যাওয়ার সর্বজনীন বার্তা বহন করে, এই উৎসব আশা, পুনরুজ্জীবন ও সম্প্রীতির প্রতীক।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই উৎসব জীবন্ত, এর প্রকৃতি জন-কেন্দ্রিক। যে কুমোর প্রদীপ গড়েন, যে কারিগর উৎসবের সজ্জা নির্মাণ করেন, তাঁদের থেকে শুরু করে কৃষক, হালুইকর, পুরোহিত এবং পরিবারের লক্ষ লক্ষ মানুষ এই সুপ্রাচীন উদযাপনে সামিল হন। এই স্বীকৃতি সবার সম্মিলিত অবদান ও শ্রমের প্রতি শ্রদ্ধার্ঘ্য।
কেন্দ্রীয় মন্ত্রী দীপাবলি উদযাপনের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা, উপসাগরীয় অঞ্চল, ইউরোপ ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে থাকা ভারতীয় বংশোদ্ভুতদের সক্রিয় অংশগ্রহণের উল্লেখ করে বলেন, তাঁদের মাধ্যমে দীপাবলি এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ছড়িয়ে পড়েছে, সাংস্কৃতিক সেতুবন্ধন সুদৃঢ় হয়েছে।
এই স্বীকৃতি ভবিষ্যত প্রজন্মের কাছে এই ঐতিহ্য রক্ষা এবং একে বহন করে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব অর্পণ করে। দীপাবলির মধ্যে অন্তর্ভুক্তিকরণ ও ঐক্যের যে প্রতিচ্ছবি রয়েছে, তাকে গ্রহণ করার এবং ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী।
সঙ্গীত নাটক আকাদেমীর মাধ্যমে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এই স্বীকৃতির জন্য মনোনয়ন পেশ করেছিল। তার আগে কারিগর, কৃষক, প্রবাসী ভারতীয়, বিশেষ চাহিদাসম্পন্ন, রূপান্তরকামী, সাংস্কৃতিক সংগঠন প্রভৃতির সঙ্গে ব্যাপক পরামর্শ করা হয়।
ইউনেস্কোর এই অন্তর্ভুক্তিকরণ দীপাবলিকে এক প্রাণবন্ত ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে যা সামাজিক বন্ধনকে মজবুত করে, ঐতিহ্যবাহী কারু শিল্পকে সমর্থন জানায়, ঔদার্য ও সুস্থতার মূল্যবোধকে শক্তিশালী করে এবং জীবিকা বৃদ্ধি, লিঙ্গ-সাম্য, সাংস্কৃতিক শিক্ষা ও সামাজিক কল্যাণের মতো বিভিন্ন সুস্থিত উন্নয়ন লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ইউনেস্কোর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, এই অন্তর্ভুক্তি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে বিশ্বকে আরও সচেতন করে তুলবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্প্রদায়ভিত্তিক ঐতিহ্য রক্ষার প্রয়াসকে আরও জোরদার করবে।
SC/SD/NS….
(रिलीज़ आईडी: 2201496)
आगंतुक पटल : 6