ইফি ২০২৫ দিন ০৫: গল্প যা আমাদের নাড়িয়ে দেয়: ছবিতে - চলচ্চিত্র নির্মাতারা #IFFIWood-এ আবেগ, অন্তর্দৃষ্টি এবং কল্পনা নিয়ে আসেন
#IFFIWood, ২৪ নভেম্বর ২০২৫
ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ইফি) ২০২৫–এর পঞ্চম দিনে, পানাজি, গোয়ায় চলচ্চিত্র নির্মাতা, লেখক, গল্পকার এবং সৃজনশীল দলগুলি সমৃদ্ধ আলোচনা, বিশেষ প্রদর্শনী এবং চিন্তাশীল সাংবাদিক সম্মেলনে অংশ নিলেন।
প্রতিটি আলাপচারিতা উৎসবের উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্রের সৃষ্টিশীল প্রক্রিয়ার জানালা খুলে দিল, যেখানে পরিচয়, স্মৃতি, পরিবেশগত পরিবর্তন, সাংস্কৃতিক ঐতিহ্য এবং মানবিক সহনশীলতা নিয়ে গভীর অনুসন্ধান ছিল।
দর্শকরা অনুভব করলেন এক বিস্তৃত চলচ্চিত্রিক কণ্ঠের পরিসর, যা ব্যক্তিগত যাত্রা, ঐতিহাসিক প্রতিধ্বনি এবং সমকালীন বাস্তবতার সঙ্গে মিশে আছে। প্রশ্ন তোলে, আরোগ্য আনে, চ্যালেঞ্জ করে এবং অনুপ্রাণিত করে, এই গল্পগুলির উদযাপনে ইফি–র পঞ্চম দিন হয়ে উঠল এমন এক দিন যা আত্মাকে আলোড়িত করে এবং দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে।
ছবিতে সাংবাদিক সম্মেলন
১ : Lala & Poppy
ইফি ২০২৫ –এ Lala & Poppy–এর সাংবাদিক সম্মেলন


Lala & Poppy মুম্বই–কে কেন্দ্র করে এক প্রেমের গল্প, যেখানে দু’জন তরুণ, লালা ও পপি, নিজেদের রুপান্তরের পথ পাড়ি দিতে দিতে আবেগিক বন্ধন অটুট রাখার চেষ্টা করে। এই চলচ্চিত্র পরিচয়, গ্রহণযোগ্যতা এবং বাইনারির বাইরে থাকা মানুষদের প্রতি সমাজের ভুল বোঝাবুঝি নিয়ে গভীর প্রশ্ন তোলে।
প্রযোজক ববি বেদী ছবির সারমর্ম ব্যাখ্যা করেন: “মানুষ আগে, লিঙ্গ পরে।” তিনি জানান, গত বছরের ইফি –তেই ছবির ধারণা জন্মেছিল, যা ভারতের পরিবর্তনশীল সামাজিক পরিমণ্ডলকে প্রতিফলিত করে—যেখানে আইনি স্বীকৃতি থাকলেও সামাজিক গ্রহণযোগ্যতা এখনও অনেক দূর।

পরিচালক Kaizad Gustad বলেন, এটি মূলত একটি সৎ প্রেমের গল্প, যা কাকতালীয় ভাবে দুই তৃতীয় লিঙ্গের চরিত্রকে কেন্দ্র করে। বহু বছরের গবেষণা এবং কুইয়ার কমিউনিটির সঙ্গে কাজ চিত্রনাট্যকে প্রয়োজনীয় সত্যতা, সূক্ষ্মতা এবং আবেগিক গভীরতা দিয়েছে।

২: In Pursuit of Spring + Flood
Flood
প্রযোজক Katarina Krnacova জানান, Flood একটি স্লোভাক গ্রামকে জলাধার প্রকল্পে ডুবে যাওয়ার বাস্তব ঘটনার উপর ভিত্তি করে। ছবিটি মায়োভা অঞ্চলে শ্যুট হয়েছে, যেখানে প্রায় ৮০% রুথেনিয়ান সংখ্যালঘুরা নিজেদের ভাষায় অভিনয় করেছেন, স্ক্রিনে যা বিরল। ছবিটির দ্বিতীয় বিশ্বব্যাপী প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। নির্মাতারা চান বাস্তব ঘটনায় ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের জন্য বিশেষ প্রদর্শনী আয়োজন করতে।


In Pursuit of Spring
উজবেক পরিচালক Ayub Shakhobiddinov ও অভিনেত্রী Farina Jumaviya ছবির প্রতিনিধি ছিলেন। চলচ্চিত্রটি রহাত শুকুরোভার অতীতের ক্ষত, অমীমাংসিত স্মৃতি এবং নিরাময়ের যাত্রা তুলে ধরে। সোভিয়েত আমলের শেষ দিকের প্রেক্ষাপটে তৈরি হলেও এর থিম আজও প্রাসঙ্গিক।
পরিচালক ইফি –কে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চ হিসেবে প্রশংসা করেন।

৩: Rudhirvana
Rudhirvana–তে নির্বাচনকর্মীদের একটি দল এক জঙ্গল–ঘেরা বিরোধপূর্ণ অঞ্চলে আটকা পড়ে, যেখানে একদিকে রিসর্ট নির্মাণ, অন্যদিকে দাদাসি উপজাতির অস্তিত্ব রক্ষার লড়াই চলছে। ভগ্নপ্রায় জায়গায় আশ্রয় নেওয়ার পর তারা বুঝতে পারে, বনের গভীরে আরও ভয়ঙ্কর, অতিপ্রাকৃত হুমকি ওত পেতে আছে।



ছবিটি বন–উজাড় নিয়ে মানুষের উদ্বেগকে প্রাচীন প্রকৃতি–রক্ষাকারী শক্তির রূপকে তুলে ধরে।

৪: Maa, Uma, Padma (Ghatak) - বই প্রকাশ
প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের প্রতি বিশেষ শ্রদ্ধার্পণ ছিল এই বই প্রকাশের উদ্দেশ্য। বক্তারা তাঁর সৃষ্টিশীল গভীরতা, সংগ্রাম ও ভারতীয় সিনেমায় তাঁর অমলিন প্রভাব তুলে ধরেন।



৫: Hamsafar + Piplantri: A Tale of Eco-Feminism + Battlefield
Hamsafar
Hamsafar এক দাদুর আবেগময় যাত্রा, যার প্রিয় পুরনো রেডিও, তার আজীবনের “সহচর”, হারিয়ে যায়। চলচ্চিত্রটি ভারতীয় সংস্কৃতির সেই আবেগঘন দিক তুলে ধরে, যেখানে সাধারণ বস্তুও স্মৃতি, পরিচয় ও অনুভূতির বাহক হয়ে ওঠে।
Piplantri: A Tale of Eco-Feminism
এটি রাজস্থানের পিপলন্ত্রি গ্রামের অসাধারণ পরিবেশগত ও সামাজিক রূপান্তর তুলে ধরে। পরিচালক সুরজ কুমার দেখান কিভাবে সরপঞ্চ শ্যাম সুন্দর পালিওয়াল এক ব্যক্তিগত শোককে পরিণত করেছেন পরিবেশ–নারীবাদী আন্দোলনে—প্রতিটি কন্যা সন্তানের জন্মে ১১১টি গাছ রোপণের মাধ্যমে।
ছবিটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং জাতিসংঘও আগ্রহ দেখিয়েছে।
Battlefield
দ্বিতীয় বিশ্বযুদ্ধের Battle of Imphal–এর ক্ষত চিহ্নকে কেন্দ্র করে, রাজেশ্বর খোঁজেন নথিপত্র, প্রত্নতাত্ত্বিক প্রমাণ এবং বেঁচে থাকা মানুষদের স্মৃতি। যুদ্ধ–পরবর্তী মানসিক প্রভাব এবং হিংসার সাংস্কৃতিক স্মৃতি কীভাবে সমাজকে প্রভাবিত করে—এই অনুসন্ধানই ছবির মূল সুর।
৬: Songs of Adam + Skin of Youth
Songs of Adam
১৯৪৬ সালের মেসোপটেমিয়া, ১২ বছরের আদম ঘোষণা করে যে সে কখনও বড় হবে না। তার সিদ্ধান্ত আশেপাশের মানুষদের বাধ্য করে সময়ের অনিবার্যতাকে বুঝতে। এটি নিষ্পাপতা, সময় ও আবেগিক সত্যের এক মর্মস্পর্শী গল্প।
Skin of Youth
১৯৯০-এর দশকের সাইগন-এর প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রটি লিঙ্গ স্বীকৃতির জন্য একজন ট্রান্সজেন্ডার যৌনকর্মী এবং তার স্বপ্নকে সমর্থন করার জন্য প্রচেষ্টারত একজন খাঁচা যোদ্ধার মধ্যে অস্থির প্রেমের অন্বেষণ করে। তাদের প্রেম ব্যক্তিগত দানব, হিংস্র আন্ডারওয়ার্ল্ড বাস্তবতা এবং তারা সত্যিকার অর্থে কে তা হয়ে ওঠার ভঙ্গুর আশা দ্বারা পরীক্ষিত হয়।



ইফি সম্পর্কে
১৯৫২ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব দক্ষিণ এশিয়ার প্রাচীনতম ও বৃহত্তম চলচ্চিত্র উৎসব হিসেবে সুপ্রতিষ্ঠিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রক, ভারত সরকার-এর অধীন ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (NFDC) এবং গোয়া রাজ্য সরকারের এন্টারটেইনমেন্ট সোসাইটি অব গোয়া (ESG)-এর যৌথ আয়োজনে এই উৎসব আজ এক বিশ্বব্যাপী চলচ্চিত্রশিল্পের শক্তিকেন্দ্রে পরিণত হয়েছে - যেখানে পুনরুদ্ধার করা ক্লাসিক চলচ্চিত্রের পাশে জায়গা পায় সাহসী নবীন পরীক্ষা-নিরীক্ষা, এবং কিংবদন্তি নির্মাতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের কাজ তুলে ধরেন প্রথমবারের শিল্পীরাও। ইফি-কে সত্যিকারের অনন্য করে তোলে তার বহুমাত্রিক বৈচিত্র্য - আন্তর্জাতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রদর্শনী, মাস্টারক্লাস, শ্রদ্ধাঞ্জলি, এবং প্রাণময় WAVES ফিল্ম বাজার, যেখানে ধারণা, অংশীদারি এবং সৃজনশীল সহযোগিতা উড়ে যায় নতুন দিগন্তে। গোয়ার মনোরম সমুদ্রতটকে পটভূমি করে ২০–২৮ নভেম্বর অনুষ্ঠিত ৫৬তম সংস্করণে প্রতিশ্রুত রয়েছে ভাষা, ধারা, উদ্ভাবন ও কণ্ঠস্বরের এক বর্ণময় সমাহার, বিশ্বমঞ্চে ভারতের সৃজনশীল দীপ্তির এক পূর্ণাঙ্গ উদ্যাপন।
SC/SS
रिलीज़ आईडी:
2196804
| Visitor Counter:
9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Konkani
,
Gujarati
,
Malayalam
,
Manipuri
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Tamil
,
Telugu
,
Kannada