iffi banner

ইফি ২০২৫–এ কিংবদন্তি অভিনেতা শ্রদ্ধেয় ধর্মেন্দ্রকে হৃদয়স্পর্শী শ্রদ্ধাঞ্জলি

তিনি ছিলেন এক কিংবদন্তি অভিনেতা এবং অসাধারণ মানবিক গুণের অধিকারী: রাহুল রাওয়াল

#IFFIWood, ২৫ নভেম্বর, ২০২৫

 

ভারতীয় চলচ্চিত্র তার সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রিয় আইকনদের একজন শ্রী ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকাহত, যিনি সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ পরলোক গমন করেছেন। ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ইফি) আজ জাতির সঙ্গে মিলিত হয়ে গভীর শোক প্রকাশ করে এই কিংবদন্তি অভিনেতাকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানায়।
 
বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা রাহুল রাওয়াল এদিন আবেগঘন স্মৃতিচারণ করেন, রূপালী পর্দার উজ্জ্বলতম নক্ষত্রদের একজনকে নিয়ে তাঁর মূল্যবান স্মৃতি তুলে ধরেন। তিনি শুরুতেই উপস্থিত সকলকে শ্রদ্ধেয় ধর্মেন্দ্রের অসাধারণ জীবনকে উদ্‌যাপন করার আহ্বান জানান এবং উল্লেখ করেন যে তাঁর পরিবার কতটা গভীর শোকের মধ্য দিয়ে যাচ্ছে। রাওয়াল বলেন, “তিনি ছিলেন এক কিংবদন্তি অভিনেতা এবং অসাধারণ মানবিক গুণের অধিকারী।”

রাজ কাপুরের "মেরা নাম জোকার"  ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করার দিনগুলি স্মরণ করে রাওয়াল বলেন, কীভাবে শ্রদ্ধেয় ধর্মেন্দ্র অপরিসীম নিষ্ঠার সঙ্গে মহেন্দ্র কুমার নামের এক ট্রাপিজ শিল্পীর চরিত্রটি ফুটিয়ে তুলেছিলেন। তিনি জানান, এক মাস ধরে প্রতিদিন সন্ধ্যায় দিল্লি উড়ে যেতেন, ভোর ৫টা পর্যন্ত শুটিং করতেন, তারপর আবার মুম্বই ফিরে "আদমি অউর ইনসান"  ছবির কাজ করতেন, এমন কঠোর সময়সূচি তিনি অটলভাবে পালন করেছিলেন।

রাওয়াল স্মরণ করেন "বেতাব"  (১৯৮৩) ছবির শুটিংয়ের কথাও, যা ছিল শ্রদ্ধেয় ধর্মেন্দ্রের পুত্র সানি দেওলের প্রথম চলচ্চিত্র। কাশ্মীরের শুটিং স্থলে ভিড় জমে যেত শুধুমাত্র ধর্মেন্দ্রকে একবার দেখার জন্য। ছবিটি মুক্তির পর, তিনি কয়েকদিন ধরে প্রতিদিন বান্দ্রা ওয়েস্টের গাইটি সিনেমায় পুত্রের অভিনয় দেখতে যেতেন এবং তারপর পরিচালক রাওয়ালের বাড়িতে এসে ছবিটি নিয়ে আগের দিনের মতই উৎসাহ নিয়ে আলোচনা করতেন। রাওয়াল গর্বের সঙ্গে উল্লেখ করেন, আজ তাঁর সন্তানরাও সেই ‘অসামান্য ঐতিহ্য’ বহন করে চলেছেন।

আবেগ আপ্লুত হয়ে রাওয়াল বলেন, “ধরমজি এমন একজন মানুষ, যার জীবন উদ্‌যাপন করা উচিত, কারণ তিনি মানুষের জীবনে আনতেন অপরিসীম আনন্দ।” তিনি বলেন, এক দিল্লি পুলিশের অফিসার দীর্ঘদিন ধরে ধর্মেন্দ্রর সঙ্গে দেখা করে তাঁর পায়ে হাত দিতে চেয়েছিলেন। তাঁর মৃত্যু সংবাদ শুনে সেই অফিসার ভেঙে পড়েন, রাওয়ালকে ফোন করে সানি দেওলের সঙ্গে দেখা করার ইচ্ছা জানান শোক জানাতে। রাওয়াল বলেন, “এটাই ধর্মজি-র শক্তি।”

রাওয়াল শ্রদ্ধেয় ধর্মেন্দ্রকে নিজের জীবনের এক ‘পিতৃসম ব্যক্তিত্ব’ বলে উল্লেখ করেন, যিনি তাঁর কর্মজীবনে সবসময়ই স্নেহ ও সহায়তা দিয়েছেন। একই সঙ্গে তিনি তাঁকে একজন উৎকৃষ্ট প্রযোজক হিসেবেও প্রশংসা করেন।

শেষে রাওয়াল বলেন, “আমরা এক মহান মানুষকে হারালাম। আমাদের সৌভাগ্য, আমরা সেই যুগে বেঁচেছিলাম যখন ধর্মেন্দ্রজির মতো আইকনরা কাজ করতেন।” তিনি ইফি–র আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান এই অসামান্য তারকার প্রতি বিশেষ শ্রদ্ধার আয়োজন করার জন্য।

এক মহত্তম ব্যক্তিত্ব, এক প্রিয় শিল্পী এবং অমোঘ মানবিক উষ্ণতার অধিকারী - শ্রদ্ধেয় ধর্মেন্দ্রর ঐতিহ্য  চিরদিন অম্লান থাকবে ভারতীয় সিনেমার হৃদয়ে।

বিশদ তথ্য জানতে এই লিঙ্কগুলি দেখুন – 

IFFI Website: https://www.iffigoa.org/

PIB’s IFFI Microsite: https://www.pib.gov.in/iffi/56/

PIB IFFIWood Broadcast Channel: https://whatsapp.com/channel/0029VaEiBaML2AU6gnzWOm3F

X Handles: @IFFIGoa, @PIB_India, @PIB_Panaji

 

SC/SS...


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2025, #AnythingForFilms and #FilmsKeLiyeKuchBhi. Tag us @pib_goa on Instagram, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


रिलीज़ आईडी: 2195233   |   Visitor Counter: 25