iffi banner

'লেজেন্ডস অফ ইন্ডিয়ান সিলভার স্ক্রিন’ এর উন্মোচন ঘটলো ৫৬ তম ইফিতে চলচ্চিত্রের জাঁকজমকের বাইরে যারা তার গভীর মর্ম বুঝতে চান, তাদের জন্য এই গ্রন্থটির গুরুত্ব অপরিসীম: প্রকাশনা বিভাগের প্রধান মহানির্দেশক

#IFFIWood, ২২ নভেম্বর ২০২৫


ডিরেক্টরেট অফ পাবলিকেশন ডিভিশনের সর্বশেষ প্রকাশনা - ‘লেজেন্ডস অফ ইন্ডিয়ান সিলভার স্ক্রিন’, আজ সন্ধ্যায় গোয়ায় ৫৬তম ইফির  পিআইবি প্রেস কনফারেন্স হলে সংস্থার প্রধান মহানির্দেশক শ্রী ভূপেন্দ্র কাইনথোলা এবং প্রখ্যাত কোঙ্কনি চলচ্চিত্র নির্মাতা রাজেন্দ্র তালাক উন্মোচিত করেন।
তাঁর বক্তব্যে শ্রী কাইনথোলা বইটির গুরুত্ব তুলে ধরে বলেন, "ভারতীয় ছবির সর্বোচ্চ সম্মান বলে বিবেচিত দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী দিকপালদের জীবনযাত্রা সকলের জানা উচিত। এই বইটিতে দেবিকা রানী, সত্যজিৎ রায়, ভি. শান্তারাম, লতা মঙ্গেশকর এবং অন্যান্যদের মতো ২৩ জন পুরস্কার বিজয়ী তারকাদের স্থান দেওয়া হয়েছে, যাঁরা ১৯৬৯ থেকে ১৯৯১ সালের মধ্যে এই পুরস্কার পেয়েছেন।"

তিনি আরও ব্যাখ্যা করেন, "বইটি সঞ্জিত নরওয়েকার সম্পাদিত ১৭ জন ভিন্ন লেখকের লেখা ২৩টি প্রবন্ধের সংকলন। এই প্রকাশনার একটি আকর্ষণীয় দিক  দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত দুই জন - মিঠুন চক্রবর্তী এবং আশা পারেখ, বইটির জন্য পৃথকভাবে মুখবন্ধ লিখেছেন।" শ্রী কাইনথোলা দর্শকদের বইটির বিষয়বস্তু সম্পর্কে ধারণা দেওয়ার জন্য মুখবন্ধের নির্বাচিত অংশ পাঠ করে শোনান।

শ্রী কাইনথোলা ডিপিডির লক্ষ্য সম্পর্কে বিস্তারিতভাবে বলেন, "তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে এই ডিরেক্টরেটকে এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সাশ্রয়ী মূল্যে মুদ্রণ করার দায়িত্ব দেওয়া হয়েছে। গবেষকদের পাশাপাশি যারা চলচ্চিত্রের চাকচিক্যময় বাইরের অংশকে অতিক্রম করে এর গভীরতা বুঝতে চান, তাদের জন্য এই বইটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।"

তাঁর মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করে রাজেন্দ্র তালাক এই উদ্যোগের জন্য তাঁর প্রশংসা করেন। তিনি এই উদ্যোগের জন্য ডিপিডিকে অভিনন্দন জানান। "এই সব মানুষেরা অসংখ্য প্রতিকূলতার মধ্যে ছবি তৈরি করেছিলেন, যা আজকের প্রজন্ম কল্পনাও করতে পারে না। যাঁরা ছবি নির্মাণ বুঝতে চান, তাদের সকলের জন্য এই বইটি মূল 'এবিসি'-র মতো কাজ করবে।"

তিনি আরও জোর দিয়েছিলেন যে সাফল্য বা ব্যর্থতা নির্বিশেষে কঠোর পরিশ্রমের উপর মনোযোগ দেওয়া কতটা গুরুত্বপূর্ণ, যা এই গণ্যমান্য ব্যক্তিদের  কর্মজীবনের মাধ্যমে প্রমাণিত হয়।
একটি প্রশ্নের উত্তরে শ্রী কাইনথোলা মন্তব্য করেন, "নিঃসন্দেহে ছবি একটি সফট পাওয়ার, তবে এটি ভারতে একটি ঐতিহ্যও বটে। আমাদের ছবির বাহ্যিক চাকচিক্যকে অতিক্রম করে সেই ঐতিহ্য থেকে শিক্ষা নেওয়া উচিত।" তিনি লেখায় সত্যতার  গুরুত্বের উপরও জোর দেন এবং উল্লেখ করেন যে বইটি যাতে বৃহত্তর দর্শকদের কাছে সহজে পৌঁছায়, তার জন্য এর ভাষা সরল রাখা যেতে পারে। তিনি দর্শকদের জানান যে বইটি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি ইফি প্রাঙ্গণে ডিপিডির স্টল থেকেও কেনা যাচ্ছে।

অধিবেশনের শেষের দিকে, তালাক অনুরোধ করেন যে বইটি যেন দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়, যেখানে ১৯৯১ সালের পরে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন এমন ব্যক্তিদের গল্প তুলে ধরা হবে। শ্রী কাইনথোলা আগ্রহের সঙ্গে সম্মতি দেন।

https://youtu.be/-dxYELfwpZY

ইফি সম্পর্কে 
১৯৫২ সালে শুরু হওয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরোনো এবং বৃহৎ চলচ্চিত্র উৎসব। এটি যৌথভাবে আয়োজন করে থাকে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশ এবং গোয়া রাজ্য সরকারের এন্টারটেইনমেন্ট সোসাইটি অফ গোয়া। এই উৎসবটি এখন একটি আন্তর্জাতিক সিনেমাটিক শক্তিকেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে পুনরুদ্ধার করা ধ্রুপদী ছবিগুলি  নতুন পরীক্ষামূলক ছবির সঙ্গে মিশে যায়, এবং কিংবদন্তি শিল্পগুরুরা নির্ভীক প্রথম সারির পরিচালকদের সঙ্গে একই মঞ্চে আসেন।যে বিষয়টি ইফিকে প্রকৃত অর্থে উজ্জ্বল করে তোলে, তা হল এর বৈদ্যুতিক সংমিশ্রণ - আন্তর্জাতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রদর্শনী, মাস্টারক্লাস, শ্রদ্ধাজ্ঞাপন পর্ব, এবং উচ্চ-উদ্দীপনাময় ওয়েভস ফিল্ম বাজার, যেখানে ধারণা, চুক্তি এবং সহযোগিতার সংমিশ্রণ হয়।২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত গোয়ার মনোরম উপকূলীয় পটভূমিতে আয়োজিত ৫৬তম সংস্করণটি ভাষা, ধারা  নতুনত্ব এবং কণ্ঠস্বরের একটি ঝলমলে বর্ণালী উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে - যা বিশ্ব মঞ্চে ভারতের সৃজনশীল প্রতিভার একটি গভীর উদযাপন।

বিশদ তথ্য জানতে এই লিংকগুলি দেখুন –
IFFI Website: https://www.iffigoa.org/
PIB’s IFFI Microsite: https://www.pib.gov.in/iffi/56new/
PIB IFFIWood Broadcast Channel:

https://whatsapp.com/channel/0029VaEiBaML2AU6gnzWOm3F
X Post Link: https://x.com/PIB_Panaji/status/1991438887512850647?s=20
X Handles: @IFFIGoa, @PIB_India, @PIB_Panaji


SC/AS


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2025, #AnythingForFilms and #FilmsKeLiyeKuchBhi. Tag us @pib_goa on Instagram, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


रिलीज़ आईडी: 2194916   |   Visitor Counter: 26