কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

পুণে মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় খারাড়ি-খাদাকওয়ালসা (লাইন ৪) এবং নাল স্টপ-ওয়ারজে-মানিক বাগ (লাইন ৪এ) প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

Posted On: 26 NOV 2025 4:11PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ নভেম্বর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ পুণে মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় খারাড়ি-খাদাকওয়ালসা (লাইন ৪) এবং নাল স্টপ-ওয়ারজে-মানিক বাগ (লাইন ৪এ) প্রকল্পে নির্মাণে অনুমোদন দিয়েছে। পুণে মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের এটি দ্বিতীয় বড় প্রকল্প যাতে কেন্দ্রীয় মন্ত্রিসভা সবুজ সঙ্কেত দিল। 

এই মেট্রো রেলপথগুলির মোট দৈর্ঘ্য হবে ৩১.৬৩৬ কিলোমিটার। এলিভেটেড করিডরে থাকবে ২৮টি স্টেশন। সংযুক্ত হবে শহরের পূর্ব, দক্ষিণ এবং পশ্চিমের বিভিন্ন তথ্যপ্রযুক্তি কেন্দ্র, বাণিজ্যিক অঞ্চল, শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকা। পাঁচ বছরের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্য রাখা হয়েছে। খরচ ধরা হয়েছে ৯,৮৫৭.৮৫ কোটি টাকা। অর্থায়নের দায়িত্বে থাকছে ভারত সরকার, মহারাষ্ট্র সরকার এবং দেশের বাইরের একাধিক সংস্থা। রূপায়ণের দায়িত্বে মহারাষ্ট্র মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড।

এই প্রকল্পগুলি রূপায়িত হলে পুণে শহর জুড়ে মেট্রো রেলের পাশাপাশি রেল ও বাস সংযোগও পরোক্ষভাবে আরও নিবিড় হয়ে উঠবে। সোলাপুর রোড, মগরপাট্টা রোড, সিংহবাদ রোড, মুম্বাই-বেঙ্গালুরু হাইওয়ে প্রভৃতি এলাকায় যাতায়াত আরও সহজ হবে।

এই কাজ সম্পন্ন হলে পুণেতে মেট্রো রেলের মোট দৈর্ঘ্য ১০০ কিলোমিটার ছাড়িয়ে যাবে।
 

 

SC/AC/DM.


(Release ID: 2194909) Visitor Counter : 9