দুটি সিনেমা, অভিন্ন স্পন্দন : আইএফএফআই, ২০২৫-এ ‘ফ্র্যাঙ্ক’ ও ‘লিটল ট্রাবল গার্লস’ আত্মপরিচয় এবং আশার বার্তা দিল
#IFFIWood ২৫ নভেম্বর, ২০২৫
আইএফএফআই-এর মঞ্চে আজ প্রদর্শিত হল ‘ফ্র্যাঙ্ক’ এবং ‘লিটল ট্রাবল গার্লস’ সিনেমা দুটি।
‘ফ্র্যাঙ্ক’-এর নির্মাতা ইভো ফেল্ট এবং ‘লিটল ট্রাবল গার্লস’-এর নির্মাতা মিহেক চের্নেক তুলে ধরতে চেয়েছেন আত্মানুসন্ধান, সাহসিকতা এবং মানবিকতার চিরাচরিত বার্তা।
‘ফ্র্যাঙ্ক’ ছবিটির মুখ্য চরিত্র ১৩ বছরের ছেলে পল। গার্হস্থ্য হিংসার শিকার এই কিশোর এক অপরিচিত শহরে চরম প্রতিকূলতার সম্মুখীন হয়। শেষ পর্যন্ত শারীরিক দিক থেকে অক্ষম একজন মানুষ পরিত্রাণের পথ দেখান তাকে। ছবিটির নির্মাতা ইভো ফেল্ট জানান, অর্থ উপার্জনই এখানে একমাত্র লক্ষ্য নয়। এই ধরনের চলচ্চিত্র নির্মাণকে তিনি অলিম্পিকে অংশগ্রহণের মতো করে ভাবেন। করদাতাদের সহায়তা ছাড়া এই কাজ সম্ভব হত না।
একটি কনভেন্টে সপ্তাহান্তিক কয়্যার-এর সময় একটি লাজুক কিশোরী যেভাবে প্রথম স্বাধীনতার স্বাদ পেল, তা নিয়েই তৈরি হয়েছে ‘লিটল ট্রাবল গার্লস’ ছবিটি। ছবিটির নির্মাতা মিহেক চের্নেক মনে করেন, মানুষের জেগে ওঠার অনুভূতি কখনও মৃদু হয় না, তা ধরা পড়ে স্পষ্টভাবে। এই ছবিতে স্লোভেনিয়ার সাংস্কৃতিক পরিমণ্ডল স্পষ্টভাবে ফুটে উঠেছে।
উল্লেখ্য, ১৯৫২ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান চলচ্চিত্র সমারোহ হল আইএফএফআই।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন –
IFFI Website: https://www.iffigoa.org/
PIB’s IFFI Microsite: https://www.pib.gov.in/iffi/56/
PIB IFFIWood Broadcast Channel: https://whatsapp.com/channel/0029VaEiBaML2AU6gnzWOm3F
SC/AC/DM
Release ID:
2194202
| Visitor Counter:
7