স্বরাষ্ট্র মন্ত্রক
নবম শিখ গুরু ‘হিন্দ কি চাদর’ গুরু তেগ বাহাদুর জি-র ৩৫০তম শহীদ দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ-র শ্রদ্ধাজ্ঞাপন
Posted On:
25 NOV 2025 11:12AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৫ নভেম্বর, ২০২৫
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ শিখ ধর্মের নবম গুরু ‘হিন্দ কি চাদর’ গুরু তেগ বাহাদুর জি-র ৩৫০তম শহীদ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।
এক্স বার্তায় শ্রী অমিত শাহ বলেছেন;
“শিখ ধর্মের নবম গুরু ‘হিন্দ কি চাদর’ গুরু তেগ বাহাদুর জি-র ৩৫০তম বলিদান দিবসে তাঁকে প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করি।
গুরু তেগ বাহাদুর জি একই জীবনকালে গভীর আধ্যাত্মীক সাধনা করেছেন, সৎসঙ্গ করেছেন এবং নৃশংস আক্রমণকারীদের থেকে আমাদের সংস্কৃতি ও বিশ্বাসকে রক্ষা করেছেন। তিনি কাশ্মীরি পন্ডিতদের জন্য লড়াই করেছিলেন, অত্যাচারী মুঘলদের মোকাবিলা করেছিলেন এবং ধর্মের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করেছিলেন।
শৌর্য, সংযম, ত্যাগ ও সমর্পণে পূর্ণ গুরু সাহিবজীর আত্মত্যাগের কাহিনী স্মরণ করলে এখনও হৃদয় গর্বে ভরে ওঠে, রাষ্ট্ররক্ষার সংকল্প সুদৃঢ় হয়।”
SC/SD/SKD
(Release ID: 2194192)
Visitor Counter : 3