প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

কবাডি বিশ্বকাপ ২০২৫ জয়ের জন্য ভারতের মহিলা কবাডি দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

Posted On: 24 NOV 2025 8:11PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৪ নভেম্বর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কবাডি বিশ্বকাপ জয়ের জন্য ভারতের মহিলা কবাডি দলকে অভিনন্দন জানিয়েছেন। 

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;

“কবাডি বিশ্বকাপ ২০২৫ জিতে দেশকে গর্বিত করার জন্য ভারতের মহিলা কবাডি দলকে অভিনন্দন। তাঁরা অসাধারণ উদ্যম, নৈপুণ্য ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। তাঁদের এই জয় অসংখ্য তরুণ প্রতিভাকে কবাডি খেলতে, বড় স্বপ্ন দেখতে এবং উঁচু মাপের লক্ষ্য স্থির করতে প্রাণিত করবে।”

 


SC/SD/SKD


(Release ID: 2193998) Visitor Counter : 3