প্রধানমন্ত্রীরদপ্তর
দৃষ্টিহীন মহিলাদের উদ্বোধনী টি২০ বিশ্বকাপ জয়ে ভারতীয় ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
प्रविष्टि तिथि:
24 NOV 2025 12:07PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ নভেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দৃষ্টিহীন মহিলা্দের উদ্বোধনী টি২০ বিশ্বকাপ জয়ে ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। এই জয়ের মধ্য দিয়ে দলের সদস্যরা এক ইতিহাস সৃষ্টি করেছেন।
পুরো সিরিজে ভারতীয় দল প্রতিটি ম্যাচে জয়লাভ করে। প্রধানমন্ত্রী দলের সদস্যদের এই নজরকাড়া সাফল্যের প্রশংসা করেন। একে কঠোর পরিশ্রম, দলগত উদ্যোগ ও অধ্যাবসায় বলে তিনি অভিহিত করেছেন। দলের প্রতিটি সদস্য প্রকৃত অর্থেই চ্যাম্পিয়ান, যাদের দৃঢ় প্রচেষ্টার কারণে দেশ এই সম্মান অর্জন করেছে।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:
“দৃষ্টিহীন মহিলা্দের উদ্বোধনী টি২০ বিশ্বকাপে জয়ী হওয়ায় ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা যে ইতিহাস সৃষ্টি করেছেন, তার জন্য তাঁদের অভিনন্দন জানাই। পুরো সিরিজে ভারতীয় দল প্রতিটি ম্যাচে জয়লাভ করে, যা অনবদ্য।নিঃসন্দেহে ক্রীড়াক্ষেত্রে এটি ঐতিহাসিক সাফল্য, কঠোর পরিশ্রম, দলগত উদ্যোগ ও অধ্যাবসায়ের ফলে যা অর্জিত হয়েছে। দলের প্রতিটি সদস্য প্রকৃত অর্থেই চ্যাম্পিয়ান! তাঁদের ভবিষ্যতে আরও সাফল্য কামনা করি। এই জয় আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।”
SC/CB/SKD
(रिलीज़ आईडी: 2193525)
आगंतुक पटल : 58
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam