তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

আইএফএফআই ২০২৫-এ ভারত এবং সারা বিশ্বের সাতজন নবাগত পরিচালকের প্রথম ধ্রুপদী ছবি প্রদর্শিত হবে

Posted On: 09 NOV 2025 8:23PM by PIB Kolkata

মুম্বাই, ০৯ নভেম্বর, ২০২৫

 


নতুন অসাধারণ প্রতিভাকে তুলে ধরার লক্ষ্যে ভারতের ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট ডেবিউ ফিচার ফিল্ম অফ এ ডিরেক্টর অ্যাওয়ার্ড বিভাগে বাছাই করা ৫টি বিদেশী এবং ২টি ভারতীয় চলচ্চিত্র দেখানো হবে।

বিজেতা পাবেন রৌপ্য ময়ূর, ১০ লক্ষ টাকা নগদ পুরস্কার এবং একটি অভিনন্দন পত্র।

বিশিষ্ট ভারতীয় চলচ্চিত্রকার রাকেশ ওমপ্রকাশ নেহরার নেতৃত্বে চলচ্চিত্র জগতের বিশিষ্ট জুরিরা বিজয়ীকে বেছে নেবেন। কমিটিতে আছেন গ্রেম ক্লিফোর্ড (সম্পাদক এবং পরিচালক, অস্ট্রেলিয়া), ক্যাথারিনা শুটলার (অভিনেত্রী, জার্মানি), চন্দ্রন রত্নম (চলচ্চিত্র নির্মাতা, শ্রীলঙ্কা) এবং রেমি অ্যাডেফারাসিন (সিনেমাটোগ্রাফার, ইংল্যান্ড)।

প্রতি বছরের মতো এবছরেও প্রথমবারের পরিচালকদের বিশিষ্ট কাজ তুলে ধরা হচ্ছে এবং সারা বিশ্বে নতুন প্রজন্মের পরিচালকদের চলচ্চিত্র দর্শন প্রদর্শিত হচ্ছে।

ফ্র্যাঙ্ক

এস্তোনিয়ার পরিচালক টোনিস পিল-এর এই যুগোত্তীর্ণ ছবিটি প্রথম দেখানো হয় শ্লিলিঙ্গেল ২০২৫-এর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ফর চিল্ড্রেন অ্যান্ড ইয়াং অডিয়েন্সে। জুরি পুরস্কার সহ একাধিক পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। ছবিটির কাহিনী একটি বিচ্ছিন্ন পরিবারে, শৈশবের নীরব ব্যথা এবং বিরল বন্ধুত্বের রূপান্তরকারী ভূমিকাকে তুলে ধরেছে।

ফিউরি (মূল শিরোনাম: লা ফিউরিয়া)

স্পেনের চলচ্চিত্রকার জেমা ব্লাসকোর এই শক্তিশালী প্রথম কাহিনী চিত্রটি একটি নৃশংস নাটক যা শক্তিশালী নতুন কণ্ঠস্বরের আগমনের বার্তা দিয়েছে। এই ছবিটি প্রথম দেখানো হয় এসএক্সএসডাব্লু ফিল্ম ফেস্টিভাল ২০২৫ এবং সান সেবাস্টিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ২০২৫ এ। 

নতুন বছরের প্রাক্কালে ধর্ষিতা অভিনেত্রী আলেকজান্দ্রা তার বেদনাকে প্রকাশ ক’রে মেডিয়া নামের এক চরিত্রের মধ্য দিয়ে। পাশাপাশি তার ভাই আদ্রিয়ান তাকে রক্ষা করতে না পারার মনস্তাপে ভোগে সারাক্ষণ।

কার্লা

জার্মানির পরিচালক ক্রিস্টিনা টুর্নাথজেজ-এর ছবি মিউনিখ চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক এবং সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পায়। ১৯৬২-র মিউমিখের পটভূমিকায় এই ছবিতে ১২ বছরের কার্লার সত্য কাহিনী তুলে ধরা হয়েছে। যে তার বাবার বিরুদ্ধে বহু বছর ধরে নির্যাতনের অভিযোগ তুলে সুরক্ষা চায়।

মাই ডটার্স হেয়ার (প্রকৃত শিরোনাম রাহা)

এই ছবিটির পরিচালক হেসাম ফারাহমান্দ ইরানের। তার ছবিতে তোহিদ নামে চরিত্রটি তার তরুণী কন্যার চুল বিক্রি করে দেয় সেকেন্ডহ্যান্ড ল্যাপটপ কিনতে। সেই ঘিরে নাটকীয় টানাপোড়েনে উঠে এসেছে মর্যাদা, সংগ্রাম এবং বেঁচে থাকার যন্ত্রণা। 

দ্য ডেভিল স্মোকস (অ্যান্ড সেভস দ্য বার্নট ম্যাচেস ইন দ্য সেম বক্স)

মেক্সিকোর পরিচালক এরনেস্টো মার্তিনেজ বুচিওর এই প্রথম ছবিটি বার্লিন চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিল। এই ছবিতে আছে ৫টি ভাই-বোনের গল্প, যাদের ত্যাগ করেছিল বাবা-মা। যেখানে পরিচালক দেখিয়েছেন শৈশবের আতঙ্ক এবং অনুভূতি।

শেপ অফ মোমো

ভারতীয় পরিচালক ত্রিবেণী রাইয়ের এই প্রথম ছবিটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে আগেই দেখানো হয়েছে। সিকিমের পটভূমিকায় নেপালী ভাষায় তৈরি এই ছবিতে একটি মেয়ের কথা বলা হয়। যে পিতৃতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। 

আটা থামবাইচা নায় (ইংরেজি নাম নাও, দেয়ার্স নো স্টপিং!)

অভিনেতা শিবরাজ ওয়াইচলের প্রথম ছবিটি মারাঠি ভাষায় তৈরি। এখানেও মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনের চতুর্থ শ্রেণীর সাফাই কর্মীদের কথা বলা হয়েছে। যারা একজন অফিসারের অনুপ্রেরণায় লেখাপড়া শেষ করার সিদ্ধান্ত নেয়। হাসি, আন্তরিকতা শ্রমের মর্যাদা তুলে ধরা হয়েছে এই ছবিতে। 

 


SC/AP/SKD


(Release ID: 2188278) Visitor Counter : 4