প্রধানমন্ত্রীরদপ্তর
ভগবান বুদ্ধের পবিত্র নিদর্শন শ্রদ্ধার সঙ্গে গ্রহণের জন্য ভুটানের মানুষ ও নেতৃত্বের প্রশংসায় প্রধানমন্ত্রী
Posted On:
09 NOV 2025 3:43PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৯ নভেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারত থেকে পাঠানো ভগবান বুদ্ধের পবিত্র নিদর্শন শ্রদ্ধার সঙ্গে গ্রহণের জন্য ভুটানের মানুষ ও নেতৃত্বের প্রশংসা করেছেন।
এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“ভারত থেকে পাঠানো ভগবান বুদ্ধের পবিত্র নিদর্শন শ্রদ্ধার সঙ্গে গ্রহণের জন্য ভুটানের মানুষ ও নেতৃত্বের আন্তরিক প্রশংসা করছি।
এইসব নিদর্শন শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতির অনন্ত প্রতীক। ভগবান বুদ্ধের বাণী হল, দুই দেশের পারস্পরিক আধ্যাত্মিক পরম্পরার পবিত্র সেতুবন্ধন।”
https://facebook.com/share/p/16kev8w8rv/?mibextid=wwXIfr
@tsheringtobgay
SC/MP/NS…
(Release ID: 2188164)
Visitor Counter : 2