রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা

Posted On: 06 NOV 2025 2:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ নভেম্বর, ২০২৫ 


 
আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা আজ (৬ নভেম্বর ২০২৫) রাষ্ট্রপতি ভবনে গিয়ে দেখা করলেন রাষ্ট্রপতির সঙ্গে। রাষ্ট্রপতি প্রত্যেককে অভিনন্দন জানান এবং বলেন, ক্রিকেট বিশ্বকাপ জিতে তারা ইতিহাস সৃষ্টি করেছেন। দেশের প্রতিটি কোণে এবং বিদেশে লক্ষ লক্ষ ভারতীয় এই জয় উদযাপন করছে। 

রাষ্ট্রপতি বলেন, এই দল ভারতের প্রতিফলন ঘটাচ্ছে। বিভিন্ন অঞ্চল, বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট, বিভিন্ন পরিস্থিতির প্রতিনিধিত্ব করছে তারা। কিন্তু তারা এক দল – ভারত। এই দলটি ভারতকে সেরা জায়গায় পৌঁছে দিয়েছে। রাষ্ট্রপতি বলেন, ৭ বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং প্রতিযোগিতায় অপরাজিত অস্ট্রেলিয়াকে হারানোর মাধ্যমে এই দল তাদের ক্ষমতা সম্পর্কে ভারতীয়দের মনে আস্থা আনতে পেরেছিল। ফাইনালে কঠিন ম্যাচে শক্তিশালী দলের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয় টিম ইন্ডিয়ার উৎকর্ষের মনে রাখার মতো নজির হয়ে থাকবে। 
রাষ্ট্রপতি বলেন, তাঁরা রোল মডেল। তরুণ প্রজন্ম বিশেষ করে মেয়েরা জীবনে এগোতে অনুপ্রাণিত হবে। তাঁর বিশ্বাস যে গুণ নিয়ে তাঁরা ইতিহাস রচনা করেছে ভবিষ্যতে সেভাবেই ভারতীয় ক্রিকেটকে তারা শীর্ষস্থানে ধরে রাখবে। 

রাষ্ট্রপতি বলেন, দলের সদস্যরা নিশ্চয়ই আশা-হতাশার দোলায় দোলারও অভিজ্ঞতা লাভ করেছে। হয়তো বা কখনও কখনও ঘুম হয়নি। কিন্তু তারা সব বাধা অতিক্রম করেছে। তিনি বলেন, নিউজিল্যাণ্ডের বিরুদ্ধে জয়ের পরেই মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করে যে খেলায় ওঠা-পড়া সত্ত্বেও আমাদের মেয়েরা টিঁকে যাবে। 

রাষ্ট্রপতি বলেন, এদের কঠোর পরিশ্রম, অসাধারণ ক্রীড়া দক্ষতা, নিষ্ঠা, পরিবার এবং ক্রিকেটপ্রেমীদের ভালোবাসা এবং আশীর্বাদ এই সাফল্যের পেছনে কাজ করেছে। তিনি বলেন যে, ক্রিকেটের মতো দলগত খেলায় দলের প্রত্যেক সদস্যকেই সবসময় পুরোপুরি মনোনিবেশ করতে হয়। তিনি হেড কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ এবং সাপোর্ট স্টাফ সকলের প্রশংসা করেন। তাঁর আশা এইভাবেই টিম ইন্ডিয়ার জন্য এভাবেই সাফল্যের নতুন নতুন রেকর্ড তৈরি করবে।   

 

SC / AP /AG


(Release ID: 2187029) Visitor Counter : 9