তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতের জনপ্রিয় সঙ্গীত আয়োজন: ২-২৯ নভেম্বর ২৪টি শহরে অনুষ্ঠিত হতে চলেছে ৬৭তম আকাশবাণী সঙ্গীত সম্মেলন

Posted On: 30 OCT 2025 6:56PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ অক্টোবর, ২০২৫

 


কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের সঙ্গে যৌথ উদ্যোগে প্রসার ভারতী জনপ্রিয় সঙ্গীত উৎসব ৬৭তম আকাশবাণী সঙ্গীত সম্মেলন আয়োজন করতে চলেছে। দেশের ২৪টি শহরে ২-২৯ নভেম্বর পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে। 

আকাশবাণী সঙ্গীত সম্মেলন ১৯৫৪ সালে শুরু হয়। সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে এই সম্মেলনে হিন্দুস্থানী, কর্ণাটকী, লঘু ও পল্লিগীতি উপস্থাপিত করা হয়। ভারতের সমৃদ্ধশালী সাঙ্গীতিক ঐতিহ্যকে রক্ষা করার জন্য এবং একে জনপ্রিয় করে তুলতে প্রতি বছর এই উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে প্রথিতযশা শিল্পীরা যেমন থাকেন, পাশাপাশি উদীয়মান শিল্পীদেরও এখানে সঙ্গীত পরিবেশনে সুযোগ দেওয়া হয়। এভাবে জাতীয় মঞ্চে তাঁরা তাঁদের প্রতিভার সাক্ষর রাখতে পারেন।

প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী জানান, কোভিড ১৯ অতিমারীর কারণে এই সম্মেলন কয়েক বছর অনুষ্ঠিত হয়নি। এবার আগের মতোই স্বমহিমায় সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রতিটি শহরে দুটি কনসার্ট অনুষ্ঠিত হবে। একটি ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের এবং অন্যটি লঘু/পল্লিগীতির। এছাড়াও পানাজি এবং শিলং-এ পাশ্বাত্য উচ্চাঙ্গ সঙ্গীত উপস্থাপিত হবে। এর মধ্য দিয়ে ভারতের আঞ্চলিক স্তরে সাঙ্গীতিক বৈচিত্র্যের স্বাদ শ্রোতারা পাবেন। উদ্বোধনী অনুষ্ঠান হবে ২ নভেম্বর। সঙ্গীতানুরাগীরা এই সম্মেলনে বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবেন। ‘আগে আসলে আগে পাবেন’ – এই ব্যবস্থাপনায় আকাশবাণীর সংশ্লিষ্ট কেন্দ্রগুলি থেকে তাঁরা আমন্ত্রণপত্র সংগ্রহ করতে পারবেন। সম্মেলনের পর ২৬ ডিসেম্বর থেকে আগামী বছর ২৩ জানুয়ারি পর্যন্ত আকাশবাণীতে অখিল ভারতীয় কার্যক্রমে প্রতিদিন রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত  অনুষ্ঠানগুলি সম্প্রচারিত হবে। এই অনুষ্ঠান ডিটিএইচ ‘রাগম’ প্রচার তরঙ্গ ছাড়াও ডিডি ভারতী, ওয়েভস ওটিটি প্ল্যাটফর্ম এবং নিউজ অন এআইআর অ্যাপে শোনা যাবে।

আকাশবাণী সঙ্গীত সম্মেলন ২০২৫-এ ১৫ এবং ১৬ নভেম্বর কলকাতায় যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে সঙ্গীত পরিবেশন করবেন পন্ডিত অসীম চৌধুরী (সেতার), সাবিনা মুমতার ইসলাম (খেয়াল), অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় (লঘু সঙ্গীত), সোমা দাস মন্ডল, কার্তিক দাস (পল্লিগীতি)।

২২ নভেম্বর গুয়াহাটিতে আয়োজিত অনুষ্ঠানে শ্রী মনোজ বড়ুয়া (বেহালা) এবং শ্রীমতী জবা চক্রবর্তী দাস (পল্লিগীতি) পরিবেশন করবেন।

২৭ নভেম্বর শিলং-এ না রিম্পেই (ব্যান্ড), শ্রীমতী গেনেথ মাওলং, কালার্স (ব্যান্ড), খোরসা কোরদোর মারবানিয়াং, শিলবি পাশা অ্যান্ড পার্টি, লুভরে ভি মারাক অ্যান্ড পার্টি (লোকগীতি) পরিবেশন করবেন।

 


SC/CB/SKD


(Release ID: 2184539) Visitor Counter : 5