স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২৫ সালে কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক প্রদান

Posted On: 31 OCT 2025 9:13AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩১ অক্টোবর, ২০২৫

 

বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, কেন্দ্রীয় পুলিশ সংগঠনের ১,৪৬৬ জন কর্মীকে ২০২৫ সালের কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক প্রদান করা হয়েছে। অসাধারণ কাজ, উচ্চ পেশাগত মানের প্রসারের পাশাপাশি বিশেষ অভিযান, তদন্ত, গোয়েন্দা ক্ষেত্র, ফরেন্সিক বিজ্ঞান এই চারটি ক্ষেত্রেও আধিকারিকদের মধ্যে মনোবল বাড়ানোর ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ এই পদক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ-র পরামর্শ ক্রমে চালু হওয়া এই সম্মান সমস্ত পুলিশ কর্মীর মধ্যে মনোবল বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০২৪ সালের পয়লা ফেব্রুয়ারি ভারত সরকারের পক্ষ থেকে প্রথম কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তদন্ত ক্ষেত্রে অসাধারণ দক্ষতা প্রদানের পাশাপাশি গোয়েন্দা ক্ষেত্র এবং ফরেন্সিক বিজ্ঞানে সরকারি ক্ষেত্রে নিযুক্ত বিজ্ঞানীদের প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ এই পদক প্রদান করা হয়। 


প্রতিবছর ৩১ শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে এই পদক প্রাপকদের নাম ঘোষণা করা হয়। তাঁদের নাম কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইট -http://https://www.mha.gov.in  পাওয়া যাবে। 
তালিকা দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন-
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/oct/doc20251031681001.pdf  

 

SC/AB /SG


(Release ID: 2184532) Visitor Counter : 9