স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৫ সালের জন্য বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল/কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সি. এ. পি. এফ)/কেন্দ্রীয় পুলিশ সংস্থা (সি. পি. ও)'র ১,৪৬৬ জন কর্মীকে 'কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক' প্রাপকের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
'কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক' অসাধারণ কাজকে স্বীকৃতি দেয়, উচ্চ পেশাদার মানকে উন্নীত করে এবং বিশেষ অপারেশন, তদন্ত, গোয়েন্দা ও ফরেনসিক বিজ্ঞানের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মী, আধিকারিকদের মনোবল বাড়ায়
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের নেতৃত্বে শুরু হওয়া 'কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক' সমস্ত পুলিশ কর্মীদের মনোবল বাড়িয়ে তুলবে
২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক 'কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক' চালু করে
সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ৩১শে অক্টোবর 'কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক' ঘোষণা করা হয়
এবছর ত্রিপুরা থেকে 'গৃহমন্ত্রী দক্ষতা পদক'এর জন্য নির্বাচিত হয়েছেন তদন্তের ক্ষেত্রে বিশেষ সাফল্যের জন্য পুলিশের ইন্সপেক্টর স্বপ্না ভৌমিক ও ফরেনসিক সায়ন্সের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সায়েন্টিফিক অফিসার ইন্দ্রজিৎ শীল সরকার
Posted On:
31 OCT 2025 9:13AM by PIB Agartala
নয়াদিল্লি, ৩১ অক্টোবর, ২০২৫: চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের জন্য বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল/কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সি.এ.পি.এফ)/কেন্দ্রীয় পুলিশ সংস্থার (সি.পি.ও) ১,৪৬৬ জন কর্মী কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক'এর জন্য নির্বাচিত হয়েছেন। আজ একতা দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে।
নিম্নলিখিত চারটি ক্ষেত্রে উৎকৃষ্ট কাজের স্বীকৃতি, উচ্চ পেশাদার মান উন্নীত করা এবং সংশ্লিষ্ট কর্মী ও আধিকারিকের মনোবল বাড়ানোর জন্য এই পদক দেওয়া হয়।
(১) বিশেষ অপারেশন
(২) তদন্ত
(৩) বুদ্ধিমত্তা
(৪) ফরেনসিক বিজ্ঞান
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের নির্দেশনায় শুরু হওয়া 'কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক' সমস্ত পুলিশ কর্মীদের মনোবল বাড়িয়ে তুলবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ২০২৪ সালের পয়লা ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে "কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক" চালু করে। গোটা দেশ জুড়ে পুলিশ বাহিনী, নিরাপত্তা সংস্থা, গোয়েন্দা শাখা,রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্পেশাল ব্রাঞ্চ, সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন,কেন্দ্রীয় সশস্ত্র নিরাপত্তা বাহিনী (সি.এ.পি.এফ) এবং কেন্দ্র,রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ফরেনসিক বিজ্ঞানের কর্মীও আধিকারিকদের অপারেশনে উৎকর্ষতা, তদন্তে অসামান্য দক্ষতা, ব্যতিক্রমী পারফরম্যান্স, অদম্য ও সাহসী গোয়েন্দা পরিষেবা, ফরেনসিক বিজ্ঞানের ক্ষেত্রে সরকারী বিজ্ঞানীদের দ্বারা প্রশংসিত কাজের জন্য কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক প্রদান করা হয়।
প্রতি বছর ৩১শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে এই পদক ঘোষণা করা হয়।
এবছর ত্রিপুরা থেকে গৃহমন্ত্রী দক্ষতা পদক'এর জন্য নির্বাচিত হয়েছেন তদন্তের ক্ষেত্রে বিশেষ সাফল্যের জন্য পুলিশের ইন্সপেক্টর স্বপ্না ভৌমিক ও ফরেনসিক সায়েন্সে অসাধারণ কাজের জন্য ইন্দ্রজিৎ শীল শর্মা।
পুরষ্কারপ্রাপ্তদের তালিকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে দেয়া আছে: https://www.mha.gov.in
পুরস্কারপ্রাপ্তদের তালিকার জন্য ক্লিক করুন
*****
PS/PKS/KMD
(Release ID: 2184634)
Visitor Counter : 8