প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

মন কি বাতের ১২৭ তম পর্বের কিছু তথ্য প্রধানমন্ত্রী সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন

Posted On: 26 OCT 2025 8:19PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৬অক্টোবর ২০২৫ 

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  মন কি বাতের ১২৭ তম পর্বের কিছু তথ্য আজ  সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন । 
সামাজিক মাধ্যম এক্স-এ একগুচ্ছ বার্তায় তিনি বলেছেন, 
“ছটের মহাপর্ব সংস্কৃতি, প্রকৃতি আর সমাজের মধ্যে গভীর ঐক্যের প্রতিচ্ছবি। আপনি দেশ বা দুনিয়ার যে কোনও প্রান্তে থাকুন, সুযোগ পেলে ছট উৎসবে অবশ্যই অংশ নিন। এক অসামান্য অভিজ্ঞতার স্বাদ নিন নিজে।  
#MannKiBaat”
“ ছত্তিসগড়ের অম্বিকাপুরে প্লাস্টিক আবর্জনা পরিষ্কার করার জন্য এক অভূতপূর্ব উদ্যোগ  এবং বেঙ্গালুরুর কুয়ো ও  হ্রদ পুনরুজ্জীবিত করার প্রেরণামূলক দৃষ্টান্ত আমাদের দেখিয়ে দেয় যে প্রতিজ্ঞা দৃঢ় হলে পরিবর্তন নিয়ে আনা কোন সমস্যা নয়।   
#MannKiBaat”
"'বন্দে মাতরম'-এ যে অসাধারণ অনুভূতি ফুটে উঠেছে তা ভারতমাতার সন্তান হিসেবে আমাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। ৭ নভেম্বর, আমরা 'বন্দে মাতরম'-এর ১৫০তম বার্ষিকী উদযাপন শুরু করব এবং আমার সহ-নাগরিকদের কাছে এই বিশেষ অনুরোধ রাখছি আপনারা সকলে এতে শামিল হোন ... 
#VandeMatram150
#MannKiBaat”
"আমাদের সংস্কৃতি এবং সামাজিক মাধ্যমে বর্তমানে  সংস্কৃত ভাষা নতুন জীবন লাভ করছে দেখে খুবই আনন্দ লাগছে। এ ক্ষেত্রে আমাদের অনেক তরুণ সহকর্মীর প্রশংসনীয় উদ্যোগ দারুণ অনুপ্রেরণাদায়ক। 
#MannKiBaat”
“ ভারতীয় কুকুরের বিভিন্ন প্রজাতিকে কাজে লাগাতে উৎসাহিত করা, তাদের প্রশিক্ষণে গুরুত্ব দেওয়ার এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন অভিযানে তাদের যুক্ত  করার জন্য বিএসএফ এবং সিআরপিএফ-এর প্রচেষ্টা প্রশংসা যোগ্য।  
@BSF_India
@crpfindia
#MannKiBaat”
“ এই বছরের ৩১শে অক্টোবর সর্দার প্যাটেলের ১৫০ তম জন্মদিন সমগ্র দেশের জন্য একটি বিশেষ দিন। আপনাদের সকলের প্রতি, বিশেষত যুবসম্প্রদায়ের কাছে  আমার অনুরোধ ৩১ শে অক্টোবর সর্দার সাহেবের জন্মদিনে সমগ্র দেশে আয়োজিত হতে চলা run for unity তে আপনিও যোগদান করুন।  
#MannKiBaat”
“ কোড়াপুটের কফি খুব সুস্বাদু। এটি ওডিশার গর্বের! 
#MannKiBaat”
“ কফির মধ্যে ভারতীয় কফি শ্রেষ্ঠ। এটি ভারতে তৈরি হয় এবং সারা বিশ্ব একে ভালোবাসে!  
#MannKiBaat”
বেঙ্গালুরুতে সুস্থায়ী জীবনযাত্রার মানোন্নয়নে প্রশংসনীয় উদ্যোগের কিছু উল্লেখযোগ্য দিক।  
#MannKiBaat”
"থাইল্যান্ডের রানী মা, সিরিকিতের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। জনসেবার প্রতি তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন, যা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। সঙ্কটের এই সময়কালে রাজা, রাজপরিবারের সদস্য এবং থাইল্যান্ডের জনগণকে  আন্তরিক সমবেদনা জানাই।
#MannKiBaat”
“সাহসী কোমরম ভীমের প্রতি  শ্রদ্ধা নিবেদন করি।  ঔপনিবেশিক শাসক এবং অত্যাচারী নিজামের বিরুদ্ধে লড়াইয়ে তাঁর নজিরবিহীন উদ্যোগকে স্মরণ করি
#MannKiBaat”  
"১৫ নভেম্বর ভগবান বিরসা মুন্ডার জন্মদিন। আমরা এই দিনটি আদিবাসী গর্ব দিবস হিসেবে উদযাপন করে থাকি। আদিবাসী সম্প্রদায়ের অধিকারের জন্য তাঁর সংগ্রাম এবং সাহস আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
#MannKiBaat" 

 

SC/CB


(Release ID: 2182802) Visitor Counter : 2