পঞ্চায়েতিরাজমন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশজুড়ে জনসেবা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে “সবকি যোজনা, সবকা বিকাশ”-এর ভাবনায় তৈরি চলচ্চিত্রের প্রদর্শনী আজ থেকে শুরু হল

Posted On: 24 OCT 2025 10:12AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৪ অক্টোবর, ২০২৫

 

দেশজুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে আজ থেকে “সবকি যোজনা, সবকা বিকাশ”-এর ভাবনায় তৈরি চলচ্চিত্রের প্রদর্শনী শুরু হল। দু মিনিট দীর্ঘ এই চলচ্চিত্রটি প্রধানমন্ত্রীর জনভাগিদারী-র ভাবনাকে সকলের কাছে পৌঁছে দিতে সহায়ক হবে। এছাড়াও, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা যাতে সকলের কাছে পৌঁছায় সেটিকেও নিশ্চিত করা হবে। তবে, যেসব রাজ্যে এই মুহূর্তে নির্বাচনী আদর্শবিধি জারি রয়েছে সেখানে এই চলচ্চিত্রটি দেখানো হবে না। সিনেমা শুরু হওয়ার আগে এবং বিরতির শেষ ৫ মিনিটে এটি প্রদর্শিত হবে।   

নাগরিকদের পরিকল্পনা সংক্রান্ত এই প্রচারাভিযানের সূচনা হয়েছে ২ অক্টোবর। পঞ্চায়েতগুলি বিভিন্ন ক্ষেত্রের জাতীয় লক্ষ্য পূরণের সঙ্গে সংশিষ্ট আঞ্চলিক বিষয়গুলিকে নিয়ে গ্রামসভার বৈঠকে আলোচনা করে থাকে। ২০১৮ সালে জনসাধারণের পরিকল্পনা সংক্রান্ত এই প্রচারাভিযান “সবকি যোজনা, সবকা বিকাশ”-এর সূচনা হয়। তৃণমূল স্তরে গণতন্ত্রকে শক্তিশালী করতেই এই উদ্যোগ। এর মধ্য দিয়ে স্থানীয় স্তরে প্রশাসনের সঙ্গে এলাকার মানুষ যাতে যুক্ত হতে পারেন সেটি নিশ্চিত করা হচ্ছে। এর ফলে গ্রামাঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে।

দু মিনিটের এই স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রটি দেখতে নীচের লিঙ্কটি ক্লিক করুন –

https://drive.google.com/file/d/1udnbqnCI6C9nc03QuRfLfsaaBdR0S4Lt/view?usp=sharing


*****

SSS/CB/SKD


(Release ID: 2182102) Visitor Counter : 6