প্রধানমন্ত্রীরদপ্তর
আইএনএস বিক্রান্তে দীপাবলি উদযাপনের বিশেষ মুহূর্ত শেয়ার করলেন প্রধানমন্ত্রী
Posted On:
21 OCT 2025 9:30AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ অক্টোবর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতীয় নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্তে দীপাবলি উদযাপনের বেশ কিছু বিশেষ মুহূর্ত শেয়ার করেছেন। এই দিনটিকে অসাধারণ দিন হিসাবে উল্লেখ করে ঐ বিশেষ অভিজ্ঞতা স্মরণীয় মুহূর্ত ও উজ্জ্বল দৃশ্য হিসেবে বর্ণনা করেছেন তিনি। প্রধানমন্ত্রী একপ্রান্তে বিপুল সাগর এবং ভারতমাতার বীর সেনাদের বিপুল শক্তিকে তুলে ধরেন। তিনি বলেন, একদিকে অনন্ত দিগন্ত, সীমাহীন আকাশ আর অন্যদিকে বিপুলাকার আইএনএস বিক্রান্তের অসীম শক্তি পরিলক্ষিত হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রবক্ষে সূর্যরশ্মীর বর্ণশোভায় দীপাবলিতে বীর সেনাদের প্রজ্জ্বলিত প্রদীপের দীপ্তি প্রতীত হচ্ছে, যা সমুদ্রবক্ষে স্বর্গীয় আলোর মালা সৃষ্টি করেছে। ভারতের বীর সেনাদের মধ্যে থেকে দীপাবলি উদযাপনকে তাঁর সৌভাগ্য বলে জানান প্রধানমন্ত্রী।
একগুচ্ছ এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, “আইএনএস বিক্রান্তের বীর সেনানীদের সঙ্গে দীপাবলি উদযাপন করছি”।
“জনসাধারণ তাঁদের পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন করতে ভালোবাসেন আমিও তাই, সেই কারণেই প্রতি বছর দেশের সুরক্ষায় ব্যাপৃত সেনা ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে মিলিত হই। ভারতীয় নৌ-বাহিনীর প্রথম সারির যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্তের কারওয়ার এবং গোয়া উপকূলে পশ্চিমাঞ্চল সমুদ্রবক্ষে বীর নৌ-সেনাদের সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত”।
“আকাশ শক্তির প্রদর্শন, প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আরও অনেক কিছু-সহ আইএনএস বিক্রান্ত থেকে উজ্জ্বল নমুনাসমূহ”।
“মিগ-২৯ যুদ্ধ বিমানগুলি-সহ আইএনএস বিক্রান্তের রাজকীয় ফাইটডেক”।
“আইএনএস বিক্রান্ত থেকে আকাশ শক্তির অভ্যর্থ নমুনা এবং বিস্ময়কর দৃশ্যকে প্রত্যক্ষ করেছি। দিনের আলোয় ও রাতের অন্ধকারে মিগ-২৯ যুদ্ধ বিমানের স্বল্প সফরের ওঠা-নামা ছিল দক্ষতা, নিয়মানুবর্তিতা এবং প্রযুক্তিগত উৎকর্ষের শ্বাস রুদ্ধকর কৌশল প্রত্যক্ষ করা”।
“সেনাবাহিনীর এক প্রথাগত অঙ্গ হ’ল বড়া খানা। গত সন্ধ্যায় আইএনএস বিক্রান্তে নৌ-কর্মীদের সঙ্গে বড়া খানায় অংশ নিয়েছি”।
“আইএনএস বিক্রান্ত ভারতের গর্ব। বৃহত্তমথ এই যুদ্ধ জাহাজ দেশে নির্মিত। কোচি’তে এই যুদ্ধ জাহাজের আনুষ্ঠানিক কমিশনিং
অনুষ্ঠানকে আমি স্মরণ করছি। দীপাবলি উপলক্ষ্যে এখানে উপস্থিত থাকার সৌভাগ্য আমার হয়েছে”।
“গত সন্ধ্যায় আইএনএস বিক্রান্তের সাংস্কৃতিক অনুষ্ঠানকে সর্বদা মনে রাখব। নৌ-সেনারা সত্যি সত্যিই অত্যন্ত সৃষ্টিশীল এবং বহুমুখী প্রতিভারধর। ‘কসম সিন্দুর কি’ নামে একটি সঙ্গীত রচনা করেছেন তাঁরা, যা আমার মনের স্মৃতিকোঠায় চিরদিন ধরা থাকবে”।
“আইএনএস বিক্রান্ত থেকে আকাশ শক্তি প্রদর্শন”।
“আইএনএস বিক্রান্তে যোগচর্চা!
ভারতের গর্বের রণতরী আইএনএস বিক্রান্তের নৌ-সেনাকর্মীদের যোগচর্চা অধিবেশনে যোগ দিতে দেখে আনন্দ পেলাম।
যোগ আমাদের ঐক্যবদ্ধ করুক এবং শারীরিক ও মানসিক উভয় শক্তির প্রসার ঘটাক”।
“आप सभी की तरह मुझे भी अपने परिवारवालों के साथ दिवाली मनाना बहुत पसंद है। यही वजह है कि इस पावन अवसर पर मैं देश की रक्षा में जुटे अपने सैनिकों और सुरक्षा बलों के जवानों से हर साल मिलता हूं। इस बार यह सौभाग्य मुझे गोवा और कारवार के पास पश्चिमी समुद्री सीमा पर अपने फ्लैगशिप INS विक्रांत पर मिला। अपने जांबाज नौसैनिकों के साथ यह अवसर मुझे नई ऊर्जा और नए उत्साह से भर गया है”।
“INS विक्रांत भारतवर्ष का गौरव है!
यह स्वदेशी टेक्नोलॉजी से बना हुआ भारत का सबसे बड़ा युद्धपोत है। मुझे वह कार्यक्रम याद है, जब इसे कोच्चि में नौसेना के बेड़े में शामिल किया गया था। आज दीपावली के पावन अवसर पर यहां आकर गौरवान्वित हूं”।
“पिछली शाम INS विक्रांत पर हुआ सांस्कृतिक कार्यक्रम अविस्मरणीय रहेगा। हमारे नौसैनिक प्रतिभाशाली और पराक्रमी होने के साथ-साथ बहुत क्रिएटिव भी हैं। उनका गीत 'कसम सिंदूर की' मेरी स्मृतियों में सदा बसा रहेगा”।
“যে সমস্ত যুদ্ধ জাহাজ আজ স্টিম্পস্টে ছিল, সেগুলি হ’ল – আইএনএস বিক্রমাদিত্য (১০ বছর আগে যৌথ কমান্ডার্স কনফারেন্সে আমি উপস্থিত ছিলাম); আইএনএস সুরাট, মুম্বাইয়ে এ বছরের শুরুতে যার কমিশনং হয়েছে; আইএনএস মুর্মুগাঁও; আইএনএস চেন্নাই (ফ্রান্সে ২০২৩ সালে বাস্তিল দিবস উদযাপনে তা অংশ নিয়েছিল); আইএনএস ইম্ফল (এ বছর মরিশাস জাতীয় দিবস উদযাপনে যা অংশ নিয়েছিল); আইএনএস কলকাতা; আইএনএস তুশিল; আইএনএস তাবার; আইএনএস তেগ; আইএনএস বেটোয়া; আইএনএস দীপক এবং আইএনএস আদিত্য”।
“আইএনএস বিক্রান্তে পতাকা এবং নৌ-স্মারক নিয়ে চেতক সহ এমএইচ-৬০ আর, সিকিং, কামভ-৩১, ডর্নিয়ার, পি-৮১ এবং মিগ-২৯ -এর ফ্লাইপাস্ট”।
*******
SSS/AB/SB
(Release ID: 2181248)
Visitor Counter : 6
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam