স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী কর্ণাটক এবং মহারাষ্ট্রকে এসডিআরএফ-এ কেন্দ্রের অংশের দ্বিতীয় কিস্তি হিসেবে অগ্রিম ১৯৫০.৮০ কোটি টাকা প্রদান অনুমোদন করেছেন

Posted On: 19 OCT 2025 4:34PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ অক্টোবর ২০২৫

 

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী ২০২৫-২৬ অর্থবছরের জন্য কর্ণাটক এবং মহারাষ্ট্র সরকারকে এসডিআরএফ-এর কেন্দ্রের অংশের দ্বিতীয় কিস্তি হিসেবে অগ্রিম ১৯৫০.৮০ কোটি টাকা প্রদান অনুমোদন করেছেন। এর মধ্যে ৩৮৪.৪০ কোটি টাকা কর্ণাটকের জন্য এবং ১৫৬৬.৪০ কোটি টাকা মহারাষ্ট্রের জন্য। প্রবল বৃষ্টি এবং বন্যায় এবছর অত্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষকে অবিলম্বে ত্রাণ সাহায্য দিতে।

 

এবছর কেন্দ্র এসডিআরএফ-এর অধীনে ইতিমধ্যেই ২৭টি রাজ্যকে দিয়েছে ১৩,৬০৩.২০ কোটি টাকা এবং এনডিআরএফ-এর অধীনে ১৫টি রাজ্যকে দিয়েছে ২,১৮৯.২৮ কোটি টাকা। এছাড়াও, স্টেট ডিজাস্টার মিটিগেশন ফান্ড (এসডিএমএফ) থেকে ২১টি রাজ্যকে দেওয়া হয়েছে ৪,৫৭১.৩০ কোটি টাকা এবং ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন ফান্ড (এনডিএমএফ) থেকে নয়টি রাজ্যকে দেওয়া হয়েছে ৩৭২.০৯ কোটি টাকা।

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ-এর পথনির্দেশনায় কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক দুর্যোগে বিপর্যন্ত রাজ্যগুলিকে সবরকম সম্ভাব্য সহায়তা দিতে সম্পূর্ণ দায়বদ্ধ। এছাড়াও, কেন্দ্রীয় সরকার সব ধরনের লজিস্টিক সহায়তা দিয়ে থাকে। যার মধ্যে আছে এনডিআরএফ, সেনা এবং বায়ুসেনা মোতায়েন। এবছর বর্ষায় ত্রাণ ও উদ্ধার কাজে ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এনডিআরএফ-এর ১৯৯টি দলকে কাজে লাগানো হয়েছে।

 

 

SSS/AP/AS


(Release ID: 2180997) Visitor Counter : 9