প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী তাঁর অন্ধ্রপ্রদেশ সফরের কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন

Posted On: 16 OCT 2025 9:55PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১৬ অক্টোবর , ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তাঁর অন্ধ্রপ্রদেশ সফরের কিছু মুহূর্ত শেয়ার করেছেন। শ্রীশৈলমে, শ্রী মোদী শ্রী ভ্রমরম্ব মল্লিকার্জুন স্বামী ভারলা দেবস্থানমে প্রার্থনা করেন এবং শ্রী শিবাজি ধ্যান মন্দির এবং শ্রী শিবাজি দরবার হল পরিদর্শন করেন। পরে, তিনি কুর্নুলে প্রায় ১৩,৪৩০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেন।

এক্স হ্যান্ডলে একাধিক পোস্টে শ্রী মোদী বলেছেন:

“শ্রীশৈলমে শ্রী ভ্রমরম্ব মল্লিকার্জুন স্বামী ভারলা দেবস্থানমে প্রার্থনা করেছি। আমার সহ-নাগরিকদের মঙ্গল এবং সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছি। সকলেই সুখী ও সমৃদ্ধ হোক।”
“শ্রীশৈলমের আর-ও কিছু মুহূর্ত।“ 
“শ্রীশৈলমের শ্রী শিবাজি ধ্যান মন্দির এবং শ্রী শিবাজি দরবার হলে গিয়েছিলাম। ১৬৭৭ সালে  ছত্রপতি শিবাজি মহারাজ শ্রীশৈলমে এসেছিলেন এবং শ্রীশৈলম মল্লিকার্জুন মন্দিরে প্রার্থনা করেছিলেন।

ধ্যান মন্দিরে তিনি ধ্যান করেছিলেন এবং ভ্রমরম্বা দেবীর আশীর্বাদ পেয়েছিলেন।”

“শ্রীশৈলমে থাকা অত্যন্ত আনন্দের। এই পবিত্র স্থানের প্রতিটি অংশে দেবত্বের স্পর্শ রয়েছে। উষ্ণ অভ্যর্থনার জন্য আমি এখানকার মানুষের কাছে কৃতজ্ঞ।

শ্রী ভ্রমরম্বিকা দেবী এবং মল্লিকার্জুন স্বামী সর্বদা আমাদের জাতিকে আশীর্বাদ করে চলুন।”
"বিকশিত ভারতের ধারণা বাস্তবে পরিণত করার ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশকে অন্যতম প্রধান ভূমিকা পালন করতে হবে এবং অন্ধ্রপ্রদেশের জন্য, রায়লসীমার সমৃদ্ধি বিশেষ গুরুত্বপূর্ণ। চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বে অন্ধ্রপ্রদেশে এনডিএ সরকার রাজ্যের সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

@ncbn"

"সাম্প্রতিক বছরগুলিতে, অন্ধ্রপ্রদেশ জ্বালানি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আজ যেসব প্রকল্পের উদ্বোধন করা হল, সেগুলি রাজ্যের জ্বালানি ক্ষমতা উল্লেখযোগ্যভাবে তো বাড়াবেই, সেইসঙ্গে এই ক্ষেত্রে ভারতের সামগ্রিক বিকাশেও অবদান রাখবে।"

"অন্ধ্রপ্রদেশে নির্মিত ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র সমগ্র বিশ্বের উপকারে আসবে। এই প্রকল্পটি বিশাখাপত্তনমকে  বিশ্বব্যাপী এআই এবং সংযোগ কেন্দ্র হিসেবে এক নতুন পরিচয় দেবে।"

"আমি আনন্দিত যে অন্ধ্রপ্রদেশ সরকার কুর্নুলকে একটি ড্রোন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রচেষ্টা ভবিষ্যতের প্রযুক্তির জন্য নতুন পথ খুলে দেবে এবং রাজ্য জুড়ে একাধিক ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে।"

“রাজ্যজুড়ে ‘সুপার জিএসটি, সুপার সেভিংস’ অভিযান সফল করার জন্য অন্ধ্রপ্রদেশ সরকার, বিশেষ করে মন্ত্রী নারা লোকেশকে অভিনন্দন। উদ্ভাবনী প্রতিযোগিতার মাধ্যমে তাঁরা তরুণদের মধ্যে জিএসটি সম্পর্কে ধারণা আরও গভীর করতে সক্ষম হয়েছেন।

@naralokesh”

“চমৎকার হিন্দিতে বিহারে এনডিএ-র সম্ভাবনা তুলে ধরে চন্দ্রবাবু নাইডু কেবল বিহার জুড়ে  এনডিএ কর্মীদের মনই জয় করেননি,  ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর প্রতি গভীর অঙ্গীকারও দেখিয়েছেন।”

@ncbn”

“ কুর্নুলে অসাধারণ উৎসাহ লক্ষ করেছি ! আজ যেসব প্রকল্পের উদ্বোধন করা হল, সেগুলি দেখে  মানুষ সত্যিই খুশি।”


******

SSS/SD/DM 


(Release ID: 2180241) Visitor Counter : 5