প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

অপারেশন সিঁদুর ভারতের ক্রমবর্ধমান দেশীয় শক্তির উজ্জ্বল সাক্ষ্য: প্রতিরক্ষা মন্ত্রী

Posted On: 16 OCT 2025 2:47PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ অক্টোবর, ২০২৫ 

 

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং বলেছেন, “অপারেশন সিঁদুর ভারতের ক্রমবর্ধমান দেশীয় শক্তির উজ্জ্বল সাক্ষ্য দিচ্ছে, যা স্বনির্ভর প্রতিরক্ষা উৎপাদন পরিমণ্ডল গড়ে তোলার লক্ষ্যে সরকারের নিরলস প্রয়াসের ফলশ্রুতি।" আজ পুণেতে ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, সরকার যখন প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে স্বনির্ভর করে তোলার কাজ শুরু করেছিল, তখন একে কঠিন বলে মনে হয়েছিল। তথাপি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশীয় উৎপাদনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে চেষ্টার কোনও ত্রুটি রাখা হয়নি।

তিনি বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে আমরা পরিবর্তন আনার অঙ্গীকার করেছিলাম। কারণ, স্বাধীনতার পর থেকে দেশ অস্ত্রের ক্ষেত্রে অন্য দেশগুলির উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। ভারতে অস্ত্র তৈরির ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার অভাব ছিল। অপারেশন সিঁদুরের সময়ে গোটা বিশ্ব আমাদের সৈন্যদের সাহসিকতা প্রত্যক্ষ করেছে। ভারতে তৈরি বিপুল পরিমাণ অস্ত্রের মাধ্যমে তাঁরা এই সাফল্য অর্জন করেছিলেন। 

গত ১০ বছরে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন ৪৬ হাজার কোটি টাকা থেকে বেড়ে ১.৫ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। এর মধ্যে প্রায় ৩৩ হাজার কোটি টাকা বেসরকারি ক্ষেত্রের। ২০২৯ সালের মধ্যে প্রতিরক্ষা উৎপাদন ৩ লক্ষ কোটি টাকায় পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

প্রতিরক্ষা মন্ত্রী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশ স্কুল অফ ডিফেন্স অ্যান্ড এরোস্পেস টেকনোলজির উদ্বোধন করেন। 


****

SSS/MP/SB


(Release ID: 2179924) Visitor Counter : 7