প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৩-এর গ্র্যান্ড ফিনালের অংশগ্রহণকারীদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 19 DEC 2023 11:12PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ ডিসেম্বর ২০২৩

 


বন্ধুগণ, 

আপনাদের সকলের সঙ্গে কথা বলতে পেরে সত্যিই উৎসাহিত বোধ করছি। আমি খুশি যে দেশের তরুণ প্রজন্ম দিন-রাত কাজ করছে দেশের সামনে আসা বর্তমান সমস্যাগুলির সমাধান করতে। পূর্বে অনুষ্ঠিত হ্যাকাথনগুলি থেকে পাওয়া সমাধানগুলি খুব কার্যকর হয়েছে। হ্যাকাথনে অংশ নেওয়া অনেক ছাত্র-ছাত্রী তাঁদের নিজস্ব স্টার্টআপ শুরু করেছে। এইসব স্টার্টআপ এবং সমাধান সাহায্য করছে সরকার এবং সমাজ দুটিকেই। এবারের হ্যাকাথনে যেসব দল অংশ নিচ্ছে তারা হাজার হাজার ছাত্র-ছাত্রীর কাছে এক বড় অনুপ্রেরণা। 

বন্ধুগণ, 

একবিংশ শতাব্দীর ভারত ‘জয় জওয়ান, জয় কিষাণ, জয় বিজ্ঞান এবং জয় অনুসন্ধান’ মন্ত্র নিয়ে এগোচ্ছে। প্রতিটি ভারতীয় নেতিবাচক মনোভাব থেকে বেরিয়ে এসেছে। এই নতুন মনোভাবের কারণে ভারত দশম বৃহত্তম অর্থনীতি থেকে গত ১০ বছরে পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়ে উঠতে পেরেছে। বর্তমানে ভারতের ইউপিআই সারা বিশ্বে ঢেউ তুলেছে। করোনা অতিমারি সঙ্কটের সময় ভারত মেড ইন ইন্ডিয়া টিকা তৈরি করেছে। ভারত শুধুমাত্র নিজের নাগরিকদের টিকা দেয়নি। সারা বিশ্বের কয়েক ডজন দেশকে টিকা দিয়েছে। 

বন্ধুগণ, 

আজ এখানে উপস্থিত বিভিন্ন ক্ষেত্রের তরুণ উদ্ভাবক এবং পেশাদাররা আপনারা সকলেই সময়ের দাম বোঝেন এবং এটার অর্থ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছোনো। আজ আমরা একটি পথের বাঁকে দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের প্রত্যেকটি প্রয়াস পরবর্তী হাজার বছরের জন্য ভারতের ভিত মজবুত করবে। আপনাদের এই অভিনব সময়ের গুরুত্বটি অনুধাবন করা উচিত। এটি অভিনব এই কারণে যে একাধিক বিষয় জড়িত এর সঙ্গে। ভারত আজ বিশ্বের মধ্যে তরুণতম দেশ। ভারত আজ সারা বিশ্বের বৃহত্তম মেধার আধার। ভারতে আজ স্থায়ী এবং শক্তিশালী সরকার আছে। ভারতের অর্থনীতি আজ রেকর্ড গতিতে বেড়ে চলেছে। বর্তমানে ভারতে অভূতপূর্ব গুরুত্ব দেওয়া হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিতে। 

বন্ধুগণ, 

এটা এমন একটা সময় যখন প্রযুক্তি আমাদের জীবনে একটি উল্লেখযোগ্য অংশ হয়ে উঠেছে। বর্তমানে আমাদের জীবনে প্রযুক্তির প্রভাব অতুলনীয়, যা অতীতে কখনও ছিল না। পরিস্থিতি এমনই, নতুন প্রযুক্তির সঙ্গে সড়গড় হতে না হতেই একটা আপগ্রেডেড ভারশন চলে আসছে। সেই কারণে আপনাদের মতো তরুণ উদ্ভাবকদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। 

বন্ধুগণ, 

স্বাধীনতার ‘অমৃতকাল’ অর্থাৎ আগামী ২৫ বছর শুধুমাত্র ২০৪৭-র উদ্দেশে দেশের যাত্রা নয়, আপনাদের জীবনেও গুরুত্বপূর্ণ। দুটি যাত্রাই পাশাপাশি বিকশিত হচ্ছে। আমাদের এক সঙ্গে কাজ করা প্রয়োজন ‘বিকশিত ভারত’ গড়তে। আর আপনাদের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত ভারতের স্বনির্ভরতা। কীভাবে ভারত স্বনির্ভর হয়ে উঠতে পারে? আপনাদের লক্ষ্য হওয়া উচিত ভারতকে যাতে না কোন প্রযুক্তি আমদানি করতে হয়, নির্ভর না করতে হয় অন্যের ওপর কোন প্রযুক্তির জন্য। প্রতিরক্ষা ক্ষেত্র নিয়ে একটা উদাহরণ দিতে চাই। বর্তমানে ভারত সামরিক প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে কাজ করছে। তবে, সামরিক প্রযুক্তির এমন অনেক বিষয় আছে যা আমাদের আমদানি করতেই হয়। ঠিক সেভাবে আমাদের প্রয়োজন সেমিকন্ডাক্টর এবং চিপ প্রযুক্তিতে স্বনির্ভর হয়ে ওঠা যাতে আমাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। কোয়ান্টাম টেকনলোজি এবং হাইড্রোজেন এনার্জির মতো ক্ষেত্রে ভারতের উচ্চাশা আছে। সরকার এই সব ক্ষেত্রের দিকে নজর দিচ্ছে। একবিংশ শতাব্দীর জন্য আধুনিক পরিমণ্ডল তৈরি করছে। তবে, সাফল্য নির্ভর করছে আপনাদের মতো তরুণদের সাফল্যের ওপরে। 

বন্ধুগণ,

বর্তমানে সারা বিশ্বের চোখ আপনাদের মতো তরুণ মেধার ওপর। সারা বিশ্ব বিশ্বাস করে ভারত বিশ্ব সঙ্কটে, কম খরচে, ভাল গুণমানের, সুস্থায়ী এবং উচ্চমাত্রার সমাধান দিতে পারে। আমাদের চন্দ্রযান অভিযান বিশ্বের প্রত্যাশা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি আবিস্কার করতে হবে আপনাদের। দেশে বর্তমান সময়ের চাহিদার কথা মাথায় রেখে আপনাদের পথ স্থির করতে হবে। 

বন্ধুগণ, 

স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের লক্ষ্য দেশের সমস্যাগুলির মোকাবিলা করা এবং তার সমাধানের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করা। হ্যাকাথন সমাধানের একটি শৃঙ্খলকে পরিচালিত করছে। দেশের তরুণ সমাজ স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন থেকে এক ‘বিকশিত ভারত’-এর জন্য সমাধানের মধু আহরণ করছে। আপনাদের ওপর, দেশের যুবসমাজের ওপর আমার অগাধ বিশ্বাস। যখনই কোন সমস্যার সমাধান খোঁজা এবং উদ্ভাবন করার আপনারা চেষ্টা করবেন, তখন আপনাদের সবসময় মনে রাখতে হবে ‘বিকশিত ভারত’ এবং ‘আত্মনির্ভর ভারত’-এর সংকল্পের কথা। যাই আপনারা করুন না কেন সেরা হতে হবে। আপনাদের এমন ভাবে কাজ করতে হবে যাতে বিশ্ব আপনাদের অনুসরণ করে। আরও একবার আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই!

অনেক ধন্যবাদ!

(প্রধানমন্ত্রীর মূল ভাষণটি হিন্দিতে)


*****

SSS/AP/AS


(रिलीज़ आईडी: 2179823) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam