প্রধানমন্ত্রীরদপ্তর
বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধা প্রাপকদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রীর ভিডিও ভাষণের বঙ্গানুবাদ
प्रविष्टि तिथि:
09 DEC 2023 6:13PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৯ ডিসেম্বর, ২০২৩
নমস্কার!
উত্তর - দক্ষিণ, পূর্ব - পশ্চিম সর্বত্র, দেশের ছোটবড় সব গ্রামে মোদীর ‘গ্যারান্টি বাহন’ নিয়ে প্রবল উৎসাহ দেখা যাচ্ছে। আমি শুনেছি যে, মানুষ গ্রামের রাস্তায় এই বাহন থামিয়ে তথ্য সংগ্রহ করছেন। আমার কাছে এই বিষয়টি খুবই আনন্দের। আমি কয়েকজন সুবিধাপ্রাপকের সঙ্গে একটি আগে কথা বললাম। মোট ১.৫ লক্ষেরও বেশি মানুষ নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। বিগত ১০ থেকে ১৫ দিনে বিভিন্ন গ্রামের মানুষ নানান প্রকল্প সম্পর্কে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। এই সব প্রকল্পের সুফল তাঁদের কাছে পৌঁছেছে কিনা, প্রকল্পটি রূপায়িত হয়েছে কিনা – তাঁরা সব বিষয়েই জানিয়েছেন বিশদে।
আপনাদের ভিডিওগুলি দেখতে দেখতে মনে হচ্ছিল যে, আমাদের গ্রামের মানুষজন সরকারের নানা প্রকল্পের সদ্ব্যবহার করেছেন। কেউ পেয়েছেন নলবাহিত জলসংযোগ, কেউ পেয়েছেন নিজের পাকা বাড়ি, আবার কেউ হয়ত পেয়েছেন শৌচালয়। নিখরচায় চিকিৎসার সুযোগ পেয়েছেন কেউ, কেউবা জল কিংবা গ্যাস সংযোগ। অনেকের বাড়িতেই পৌঁছে গেছে বিদ্যুৎ, অনেকেই ব্যাঙ্কে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন। কৃষকরা কিষাণ সম্মাননিধি কিংবা ফসল বীমা যোজনার সুবিধা পেয়েছেন। পিএম স্বনিধি যোজনার মতো নানান প্রকল্প উপকৃত করেছে বহু মানুষকে। তাঁদের আত্মপ্রত্যয় বৃদ্ধি পেয়েছে। এজন্য সরকারি দপ্তরে গিয়ে সাধাসাধি করতে হয়না। সেজন্যই আজ মানুষ বলছেন, মোদীর গ্যারান্টি মানেই রূপায়ণের গ্যারান্টি।
আমার পরিবারের সদস্যরা,
যাঁরা এখনও সরকারের প্রকল্পগুলির সঙ্গে যুক্ত হতে পারেননি, তাঁদের কাছে বিকশিত ভারত সংকল্প যাত্রা এক বড় সহায় হয়ে উঠেছে। এই যাত্রা একমাসের মধ্যেই পৌঁছে গেছে ৪০,০০০ -এর বেশি গ্রাম পঞ্চায়েতে এবং বহু শহরে। মোদীর গ্যারান্টি যানের কাছে পৌঁছে গেছেন ১.২৫ কোটি মানুষ।
এই গ্যারান্টি যানকে সকলে দুহাত তুলে স্বাগত জানাচ্ছেন। আমি জেনেছি যে অনেক জায়গায় নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হয়ে গেছে। বিভিন্ন জায়গায় শিক্ষকরা স্বাধীনতার ১০০ বছরের সময় ভারতের ছবি কেমন হতে চলেছে তার ছবি এঁকেছেন শিক্ষার্থীদের সামনে। মানুষ এতটাই উৎসাহী যে অনেক জায়গায় বিকশিত ভারত সংকল্প যাত্রাকে স্বাগত জানাতে রীতিমতো কমিটি তৈরি হয়েছে।
বন্ধুরা,
প্রতিটি মানুষ যাতে এই গ্যারান্টি বাহনের কাছে পৌঁছে যেতে পারেন সেজন্য বিশেষভাবে উদ্যোগী সরকার। সরকারি প্রকল্পের ১০০ শতাংশ সম্পৃক্তি আমাদের লক্ষ্য। এই উদ্যোগের ফলে, উজ্জ্বলা যোজনায় আবেদন করেছেন ১ লক্ষ মানুষ। বিতরণ করা হয়েছে ৩৫ লক্ষ আয়ুষ্মান কার্ড।
বন্ধুরা,
কেন্দ্রীয় সরকার প্রতিটি মানুষের কাছে পৌঁছে যেতে চায়। এই সরকারের কাছে দেশের সকলেই – মহিলা, কৃষক, তরুণ- তরুণী হলেন ভিআইপি।
আমার পরিবারের সদস্যরা,
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফল প্রমাণ করেছে যে মোদীর গ্যারান্টির ওপর সাধারণ মানুষ ভরসা রাখেন। যাঁরা আমাদের বিরুদ্ধাচরণ করছেন তাঁরা মানুষের কাছে বিশ্বাসযোগ্য নন। কারণ, মিথ্যা প্রতিশ্রুতি মানুষের আস্থা অর্জন করতে পারে না। তাঁরা প্রতিশ্রুতি পালনে দায়বদ্ধ থাকলে দেশের এত সংখ্যক মানুষ দারিদ্রের কবলে পড়ে থাকতেন না।
আমার পরিবারের সদস্যরা,
বিকশিত ভারত সংকল্প যাত্রায় বিপুল সংখ্যায় যোগ দিয়েছেন মহিলারা। তাঁদের বিকাশে এই সরকার দায়বদ্ধ। দরিদ্র মানুষের জন্য ৪ কোটিরও বেশি বাড়ি তৈরি হয়েছে। এক্ষেত্রে উপকৃতদের ৭০ শতাংশই মহিলা। আরও নানান ক্ষেত্রেই মহিলাদের ক্ষমতায়নে উদ্যোগী সরকার। বিশেষভাবে উল্লেখ্য, নমো ড্রোন দিদি-র মতো উদ্যোগ।
আমার পরিবারের সদস্যরা,
নারী শক্তি, যুব শক্তি, দেশের কৃষক – সকলেই বিকশিত ভারত সংকল্প যাত্রা ঘিরে যেভাবে উৎসাহী তাতে আমি অত্যন্ত আনন্দিত। মনে রাখতে হবে উন্নত ভারত গড়ে তোলার ক্ষেত্রে অর্থই একমাত্র শর্ত নয়। দেশের পুত্র ও সন্তানদের স্বাস্থ্যরক্ষাও সমান জরুরী। শুধুমাত্র টিভি স্ক্রিনে আটকে না থেকে তাঁরা যাতে শারীরিক সচলতার দিকেও মনোযোগ দেন তা নিশ্চিত করা জরুরী। সেজন্যই হাতে নেওয়া হয়েছে ফিট ইন্ডিয়ার মতো কর্মসূচি।
আমার পরিবারের সদস্যরা,
এই সংকল্প যাত্রার বার্তা কয়েকটি মাত্র বাক্যবন্ধে প্রকাশ করা সম্ভব নয়। আমাদের জীবনের মন্ত্র হওয়া উচিত এই বিষয়টি। দেশের কোটি কোটি মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে পেরে আমি প্রকৃত অর্থেই আনন্দিত। সকলের সক্রিয় অংশগ্রহণের মধ্যে দিয়েই গড়ে উঠবে নতুন ভারত।
ধন্যবাদ!
*********
SSS/ AC/SG
(रिलीज़ आईडी: 2178995)
आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam