প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানে একটি বিশেষ কৃষি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন

২৪,০০০ কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা চালু করবেন প্রধানমন্ত্রী

১১,৪৪০ কোটি টাকা ব্যয়ে ডাল চাষে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে এক মিশন চালু করবেন প্রধানমন্ত্রী, ডাল চাষে নিযুক্ত কৃষকদের সঙ্গেও মতবিনিময় করবেন

Posted On: 10 OCT 2025 6:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ অক্টোবর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১ অক্টোবর ২০২৫ তারিখে সকাল ১০ টা ৩০ মিনিটে নতুন দিল্লিতে ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানে কৃষি বিষয়ক এক বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন। এরপর  তিনি এই উপলক্ষে আয়োজিত এক জনসমাবেশকে ভাষণ দেবেন।

এই কর্মসূচিটি কৃষক কল্যাণ, কৃষি স্বনির্ভরতা এবং গ্রামীণ পরিকাঠামোকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রীর অব্যাহত প্রতিশ্রুতির পরিচায়ক। এটি আধুনিক কৃষি পদ্ধতির প্রচার, কৃষকদের সহায়তা এবং কৃষক-কেন্দ্রিক উদ্যোগে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। 

প্রধানমন্ত্রী কৃষিক্ষেত্রেও দুটি প্রধান প্রকল্পের সূচনা করবেন। এর জন্য ব্যয় হবে ৩৫,৪৪০ কোটি টাকা। তিনি ২৪,০০০ কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা চালু করবেন। এর লক্ষ্য হল কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, ফসলের বৈচিত্র্য এবং টেকসই কৃষি পদ্ধতি গ্রহণ বৃদ্ধি, পঞ্চায়েত এবং ব্লক পর্যায়ে ফসল কাটার পরবর্তী সংরক্ষণ ব্যবস্থা বৃদ্ধি, সেচ সুবিধা উন্নত করা এবং নির্বাচিত ১০০টি জেলায় দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী ঋণের সহজলভ্যতা নিশ্চিত করা।

প্রধানমন্ত্রী ১১,৪৪০ কোটি টাকা ব্যয়ে ডালজাত পণ্যের আত্মনির্ভরতা মিশনেরও সূচনা করবেন। এর লক্ষ্য ডালের উৎপাদনশীলতা বৃদ্ধি, ডাল চাষের আওতাধীন এলাকা সম্প্রসারণ, মূল্য শৃঙ্খল - সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ - শক্তিশালী করা এবং ক্ষতি হ্রাস নিশ্চিত করা।

প্রধানমন্ত্রী কৃষি, পশুপালন, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে ৫,৪৫০ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পগুলির উদ্বোধন ও উৎসর্গ করবেন। এছাড়া ৮১৫ কোটি টাকার অন্যান্য প্রকল্পের শিলান্যাস করবেন।

প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলির উদ্বোধন করবেন তার মধ্যে রয়েছে বেঙ্গালুরুতে এবং জম্মু ও কাশ্মীরে কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ কেন্দ্র; আমরেলি ও বনাসে উৎকর্ষ কেন্দ্র; জাতীয় গোকুল মিশনের অধীনে অসমে আইভিএফ ল্যাব স্থাপন; মেহসানা, ইন্দোর এবং ভিলওয়ারায় দুধের গুঁড়ো কারখানা; অসমের তেজপুরে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় মাছের খাদ্য কারখানা; কৃষি-প্রক্রিয়াকরণ ক্লাস্টারের জন্য পরিকাঠামো, সমন্বিত কোল্ড চেইন এবং মূল্য সংযোজন পরিকাঠামো ইত্যাদি।

প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলির শিলান্যাস করবেন তার মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণায় ইন্টিগ্রেটেড কোল্ড চেইন এবং ভ্যালু অ্যাডিশন ইনফ্রাস্ট্রাকচার (ইরেডিয়েশন); উত্তরাখণ্ডে ট্রাউট ফিশারিজ; নাগাল্যান্ডে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক; পুদুচেরির করাইকালে স্মার্ট এবং ইন্টিগ্রেটেড ফিশিং হারবার; এবং ওড়িশার হিরাকুদে অত্যাধুনিক ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক।

প্রধানমন্ত্রী ন্যাশনাল মিশন ফর ন্যাচারাল ফার্মিং, মৈত্রী টেকনিশিয়ান এবং প্রাইমারি এগ্রিকালচার কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিজ (পিএসিএস)-এর অধীনে প্রত্যয়িত কৃষকদের যথাক্রমে প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র (পিএমকেএসকে) এবং কমন সার্ভিস সেন্টার সিএসসি)-এ রূপান্তরিত শংসাপত্র বিতরণ করবেন।

প্রধানমন্ত্রী ডাল চাষে নিয়োজিত কৃষকদের সঙ্গে মতবিনিময় করবেন। এই কৃষকরা কৃষক উৎপাদক সংস্থা (এফপিও)-এর সদস্যপদ এবং কৃষি পরিকাঠামো তহবিলের সহায়তা থেকেও লাভবান হয়েছেন।


*****

SSS/PM/NS….


(Release ID: 2177685) Visitor Counter : 11