প্রধানমন্ত্রীরদপ্তর
কোয়াড নেতাদের ক্যান্সার মুনশট অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যের রুপান্তর
प्रविष्टि तिथि:
22 SEP 2024 5:16AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২শে সেপ্টেম্বর ২০২৪
মান্যবর,
আমি এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করার জন্য রাষ্ট্রপতি বাইডেনকে আন্তরিক অভিনন্দন জানাই। এটি সাশ্রয়ী, সহজলভ্য এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানের আমাদের সবার যৌথ প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। কোভিড অতিমারির সময় আমরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য “কোয়াড ভ্যাকসিন উদ্যোগ” শুরু করেছিলাম । কোয়াডের যৌথভাবে সারভাইকাল ক্যান্সারের মতো গুরুত্বপূর্ণ কাঠিন্যের মোকাবিলার সিদ্ধান্ত নেওয়ায় আজ আমি আনন্দিত।
ক্যান্সার চিকিৎসায় সহযোগিতাই আরোগ্যের চাবিকাঠি। প্রতিরোধ, পরীক্ষা, নির্ণয় এবং চিকিৎসাকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি গ্রহণ করলেই ক্যান্সারের মোকাবিলা সম্ভব। ভারত বর্তমানে একটি অত্যন্ত সাশ্রয় এবং বৃহৎ পরিসরের সারভিকাল ক্যান্সার সনাক্তকরণ কর্মসূচি পরিচালনা করছে। পাশাপাশি, ভারত বিশ্বের বৃহত্তম স্বাস্থ্যবিমা প্রকল্পও চালাচ্ছে। সকলের কাছে সুলভ মূল্যে ওষুধ পৌঁছে দেওয়ার জন্য বিশেষ কেন্দ্রও প্রতিষ্ঠা করা হয়েছে। ভারত ইতিমধ্যেই নিজস্ব সারভাইকাল ক্যান্সার প্রতিরোধী টিকা তৈরি করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নতুন চিকিৎসা পদ্ধতিও চালু করা হচ্ছে।
মান্যবর,
ভারত তার অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় করতে প্রস্তুত। আজকের এই অনুষ্ঠানে ভারতের বহু ক্যান্সার বিশেষজ্ঞ উপস্থিত আছেন। ভারতের দৃষ্টিভঙ্গি হল “এক পৃথিবী, এক স্বাস্থ্য।” এই ভাবনা নিয়েই আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, কোয়াড মুনশট উদ্যোগের অধীনে নমুনা সংগ্রহ সামগ্রী, শনাক্তকরণ সামগ্রী এবং টিকার জন্য ভারত ৭৫ লক্ষ মার্কিন ডলারের অবদান রাখবে। এছাড়া, ভারত রেডিয়োথেরাপি চিকিৎসা এবং সক্ষমতা বৃদ্ধিতেও সহযোগিতা করবে।
আমি আরও আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গ্যাভি ও কোয়াডের উদ্যোগের মাধ্যমে ভারত ইন্দো-প্যাসিফিক দেশগুলির জন্য ৪ কোটি টিকা প্রদান করবে। এই ৪ কোটি টিকা কোটি কোটি মানুষের জীবনে আশার আলো হয়ে উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন, যখন কোয়াড মানুষের জন্য কাজ করে, কেবল রাষ্ট্রের জন্য নয়। এটাই আমাদের মানবিক দৃষ্টিভঙ্গির প্রকৃত রূপ।
ধন্যবাদ।
স্বীকৃতি – এটি প্রধানমন্ত্রীর মূল হিন্দি বক্তব্যের আনুমানিক বাংলা অনুবাদ।
**
SSS/RS
(रिलीज़ आईडी: 2177608)
आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
हिन्दी
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Urdu
,
Marathi
,
Manipuri
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam