প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন

Posted On: 21 NOV 2024 10:42PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ নভেম্বর ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০ নভেম্বর গায়ানার জর্জটাউনে অনুষ্ঠিত দ্বিতীয় ভারত–CARICOM শীর্ষ সম্মেলনের ফাঁকে ত্রিনিদাদ ও টোবাগো প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী ড. কিথ রাউলির সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী মোদী ত্রিনিদাদ ও টোবাগোর পক্ষ থেকে ভারতের ফ্ল্যাগশিপ UPI প্ল্যাটফর্ম গ্রহণের জন্য প্রধানমন্ত্রী রাউলিকে অভিনন্দন জানান এবং ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে আরও সহযোগিতার আশ্বাস দেন। তিনি এ বছর সফলভাবে আইসিসি টি-২০ পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ যৌথভাবে আয়োজনে রাউলির ভূমিকারও প্রশংসা করেন।

আলোচনায় দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন, যার মধ্যে ছিল নিরাপত্তা, স্বাস্থ্য, পরিবহণ, কৃষি, সক্ষমতা বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় ও জনগণের মধ্যে পারস্পরিক সংযোগের মতো ক্ষেত্রগুলি। আলোচনার পর খাদ্য প্রক্রিয়াকরণ সংক্রান্ত একটি MoU বিনিময় করা হয়।

 

**
SSS/SS


(Release ID: 2177515) Visitor Counter : 10