তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

দূরদর্শনে ফিরছে ভারতের জনপ্রিয় মহাকাব্য মহাভারত

प्रविष्टि तिथि: 10 OCT 2025 11:56AM by PIB Kolkata

মুম্বাই, ১০ অক্টোবর, ২০২৫

 

ভারতের সবচেয়ে জনপ্রিয় মহাকাব্য মহাভারত আবার টেলিভিশনে ফিরছে। তবে এটি হবে মহাভারতের এআই সংস্করণ।

প্রসার ভারতী এবং কালেক্টিভ মিডিয়া নেটওয়ার্ক যৌথভাবে এটি তৈরি করেছে। ঘোষণা অনুযায়ী, ২৫ অক্টোবর ওয়েভস ওটিটি-তে এই সিরিজটির ডিজিটাল প্রিমিয়ার হবে। এরপর, ২ নভেম্বর, ২০২৫ থেকে দূরদর্শনে প্রতি রবিবার সকাল ১১টায় এটি দেখা যাবে।

এ ধরনের যৌথ উদ্যোগ এই প্রথম। প্রসার ভারতীর সিইও শ্রী গৌরব দ্বিবেদী বলেছেন, "প্রসার ভারতী সর্বদা ভারতের প্রতিটি বাড়িতে জাতীয় ও সাংস্কৃতিক গুরুত্বের কাহিনী তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। লকডাউনের সময় মূল মহাভারতের পুনঃপ্রচার আমাদের মনে করিয়ে দিয়েছে যে, এই গল্পগুলি পরিবার এবং প্রজন্মকে কতটা গভীরভাবে পরস্পরের সঙ্গে সংযুক্ত করে। মহাভারতের এই এআই সংস্করণ দর্শকদের ভারতের অন্যতম সেরা মহাকাব্য দেখার সুযোগ করে দেবে। ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে  এক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে।"


প্রসার ভারতীর নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম হল ‘ওয়েভস’। ভারতের সমৃদ্ধ সংস্কৃতি, সংবাদ পরিবেশনের পাশাপাশি বিনোদনমূলক অনুষ্ঠানও এতে তুলে ধরা হয়। ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছে ওয়েভস। 

 

SSS/MP/DM


(रिलीज़ आईडी: 2177339) आगंतुक पटल : 65
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam