প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাষ্ট্রীয় বাল পুরস্কারপ্রাপ্ত শিশুদের আলাপচারিতা
प्रविष्टि तिथि:
26 DEC 2024 9:54PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তৃতীয় বীর বাল দিবস উপলক্ষে ভারত মণ্ডপে রাষ্ট্রীয় বাল পুরস্কারপ্রাপ্ত ১৭ জনের সঙ্গে সাক্ষাৎ করেন। এই পুরস্কারগুলি সাহস, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রিড়া ও কলার ক্ষেত্রে প্রদত্ত হয়।
আলাপচারিতার সময় প্রধানমন্ত্রী শিশুদের জীবনকাহিনি শোনেন এবং তাদের আরও কঠোর পরিশ্রমের জন্য উৎসাহিত করেন। বই লিখেছেন এমন এক কন্যাশিশুর সঙ্গে আলাপের সময় তিনি জানতে পারেন, তার বই পড়ে অন্য শিশুরাও নিজেরাই বই লিখতে শুরু করেছে।
এরপর প্রধানমন্ত্রী আরও একজন পুরস্কারপ্রাপ্তের সঙ্গে আলাপ করেন, যিনি একাধিক ভাষায় গান গাইতে পারতেন। শ্রী মোদী যখন জানতে চেয়েছিলেন তার প্রশিক্ষণ সম্পর্কে, শিশুটি জানান যে, তিনি কোনও আনুষ্ঠানিক প্রশিক্ষণ পাননি এবং হিন্দি, ইংরেজি, উর্দু ও কাশ্মিরি ভাষায় গান করতে পারেন। শিশুটি আরও জানান যে তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে এবং তিনি বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করেন। প্রধানমন্ত্রী তার প্রতিভার প্রশংসা করেন।
শ্রী মোদী একজন কিশোর দাবা খেলোয়াড়ের সঙ্গে আলাপ করেন এবং জানতে চেয়েছেন কে তাঁকে দাবা শিখিয়েছে। কিশোরটি জানায় যে, তিনি বাবা এবং ইউটিউব ভিডিও দেখে শিখেছেন।
প্রধানমন্ত্রী আরও একজন শিশুর কৃতিত্ব শোনেন, যিনি কারগিল বিজয় দিবসের ২৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে লাদাখের কারগিল ওয়ার মেমোরিয়াল থেকে নয়াদিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল পর্যন্ত ১৩ দিনে ১,২৫১ কিলোমিটার সাইকেল চালিয়েছিলেন। দুই বছর আগে স্বাধীনতার অমৃত মহোৎসব ও নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য তিনি মৈরাং-এর আইএনএ মেমোরিয়াল থেকে ২,৬১২ কিলোমিটার দূরত্বে ৩২ দিনে সাইকেল চালিয়েছিলেন। তিনি জানান, দিনে সর্বাধিক ১২৯.৫ কিলোমিটার সাইকেল চালিয়েছেন।
এক কন্যাশিশু জানিয়েছেন যে, তিনি দুটি আন্তর্জাতিক রেকর্ড অর্জন করেছেন—এক মিনিটে ৮০-টি সেমি-ক্লাসিকাল নৃত্য স্পিন এবং এক মিনিটে ১৩টি সংস্কৃত শ্লোক পাঠ, যা তিনি ইউটিউব দেখে শিখেছেন।
জাতীয় স্তরের জুডোতে স্বর্ণপদক বিজয়ী কন্যাশিশুর সঙ্গে আলাপের সময় প্রধানমন্ত্রী তাকে অলিম্পিকে স্বর্ণপদক জেতার জন্য শুভেচ্ছা জানান।
এক কন্যাশিশু পারকিনসন্স রোগীদের জন্য স্বয়ং-স্থিতিশীল চামচ এবং ব্রেনএজ প্রেডিকশন মডেল তৈরি করেছেন। তিনি জানান, দু বছর ধরে কাজ করছেন এবং গবেষণা চালিয়ে যাবেন।
হরিকথা শিল্পী এক কন্যাশিশুর সঙ্গে আলাপের সময় প্রধানমন্ত্রী প্রায় ১০০টি হরিকথা পরিবেশনের প্রশংসা করেন, যা কর্ণাটক সঙ্গীত এবং সংস্কৃত শ্লোকের সংমিশ্রণে অনুষ্ঠিত হয়েছে।
গত দু বছরে পাঁচটি দেশের পাঁচটি শীর্ষ চূড়ায় আরোহণকারী এক কন্যাশিশুর সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী জানতে চান, তিনি অন্য দেশে গেলে ভারতীয় হিসেবে কী অভিজ্ঞতা পান। শিশুটি জানান, তিনি মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা এবং সাদর অভ্যর্থনা পান। তিনি আরও জানান, তার পর্বতারোহণের উদ্দেশ্য কন্যাশিশুদের ক্ষমতায়ন এবং শারীরিক সক্ষমতা প্রচার করা।
এক আর্টিস্টিক রোলার স্কেটিং কন্যাশিশুর সঙ্গে আলাপের সময় জানা যায়, তিনি নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন এবং ছটি জাতীয় পদক অর্জন করেছেন। এছাড়াও, একজন প্যারা-অ্যাথলিট কন্যাশিশু থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন। আরেকজন কন্যাশিশু ভারউত্তোলনের বিভিন্ন বিভাগে স্বর্ণপদক জিতেছেন এবং বিশ্বরেকর্ডও স্থাপন করেছেন।
প্রধানমন্ত্রী আরও একজন পুরস্কারপ্রাপ্তের সাহসিকতার প্রশংসা করেন, যিনি আগুন লেগে যাওয়া একটি আবাসিক ভবনে বহু জীবন রক্ষা করেছেন। তিনি একটি শিশু কিশোরের প্রশংসাও করেন, যিনি সাঁতার কেটে অন্যদের ডুবতে যাওয়া থেকে রক্ষা করেছেন।
শেষে প্রধানমন্ত্রী সকল কিশোর-কিশোরীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যতের কর্মকাণ্ডের জন্য শুভকামনা জানিয়ে আলাপচারিতা শেষ করেন।
***
SSS/SS
(रिलीज़ आईडी: 2176833)
आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Tamil
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam