প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

জিএসটি-র নতুন হার কিভাবে কৃষক এবং কৃষিকাজের জন্য লাভজনক হয়েছে সে সংক্রান্ত একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী

Posted On: 25 SEP 2025 6:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহানের একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই নিবন্ধে জিএসটি-র নতুন হার আমাদের কৃষক এবং কৃষিকাজে কিভাবে লাভজনক হয়েছে, সে বিষয়টি উল্লেখ করা আছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় বলা হয়েছে : 

“জিএসটি-র নতুন হার আমাদের কৃষক ভাই-বোনেদের জন্য অত্যন্ত লাভজনক হয়েছে। কৃষিকাজের সঙ্গে যুক্ত বিভিন্ন সরঞ্জাম কেনার ক্ষেত্রে যে সাশ্রয় হচ্ছে, তার ফলে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হয়েছে। কৃষিমন্ত্রী @ChouhanShivraj-জী-র লেখা এই নিবন্ধটি আপনারা সকলেই পড়তে পারেন ...”


******


SSS/CB/DM..


(Release ID: 2176238) Visitor Counter : 12