মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
মন্ত্রিসভার অনুমোদন: (i) সিআইএল কর্তৃক ইসিএল কমান্ড এলাকায় সিআইএল ও গেইলের যৌথ উদ্যোগে কয়লা থেকে এসএনজি প্রকল্প স্থাপনের জন্য ইক্যুইটি বিনিয়োগ এবং (ii) সিআইএল ও বিএইচইএল যৌথ উদ্যোগে এমসিএল কমান্ড এলাকায় কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট প্রকল্প স্থাপনের জন্য ইক্যুইটি বিনিয়োগ
Posted On:
24 JAN 2024 6:10PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ জানুয়ারি ২০২৪
প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভার সমিতি (সিসিইএ) আজ নিম্নোক্ত ইক্যুইটি বিনিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে।
(ক) সিআইএল কর্তৃক ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল) কমান্ড এলাকায় কয়লা থেকে সিন্থেটিক ন্যাচারাল গ্যাস (এসএনজি) প্রকল্প স্থাপনের জন্য। এটি সিআইএল ও গেইলের যৌথ উদ্যোগের মাধ্যমে বাস্তবায়িত হবে।
(খ) সিআইএল কর্তৃক মহানদী কোলফিল্ডস লিমিটেড (এমসিএল) কমান্ড এলাকায় কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট (এএন) প্রকল্প স্থাপনের জন্য। এটি সিআইএল ও বিএইচইএলের যৌথ উদ্যোগের মাধ্যমে বাস্তবায়িত হবে।
সিসিইএ ইক্যুইটি বিনিয়োগ অনুমোদন —
* সোনেপুর বাজারি, ইসিএল, বর্ধমান, পশ্চিমবঙ্গে প্রস্তাবিত কয়লা থেকে এসএনজি প্রকল্পে সিআইএল ₹১,৯৯৭.০৮ কোটি (±২৫%) ইক্যুইটি বিনিয়োগ করবে।
* এখানে ঋণ-ইক্যুইটি অনুপাত ধরা হয়েছে ৭০:৩০।
* সিআইএল যৌথ উদ্যোগ কোম্পানিতে ৫১% ভাগ নেবে।
* প্রকল্পের আনুমানিক মূল ব্যয় ₹১৩,০৫২.৮১ কোটি (±২৫%) নির্ধারণ করা হয়েছে।
* লখনপুর, এমসিএল, ঝাড়সুগুড়া, ওডিশায় প্রস্তাবিত কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট প্রকল্পে সিআইএল ₹১,৮০২.৫৬ কোটি (±২৫%) ইক্যুইটি বিনিয়োগ করবে।
* এখানে ঋণ-ইক্যুইটি অনুপাত ধরা হয়েছে ৭০:৩০।
* সিআইএল যৌথ উদ্যোগ কোম্পানিতে ৫১% অংশ নেবে।
* প্রকল্পের আনুমানিক মূল ব্যয় ₹১১,৭৮২.০৫ কোটি (±২৫%) নির্ধারণ করা হয়েছে।
উপরের (ক) ও (খ) তথ্যে উল্লেখ করা সিআইএল–গেইল ও সিআইএল–বিএইচইএল যৌথ উদ্যোগে মোট সম্পদের ৩০% সীমা অতিক্রম করে ইক্যুইটি বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।
কোল ইন্ডিয়া লিমিটেড (সিআইএল) দুটি কয়লা গ্যাসিফিকেশন প্ল্যান্ট স্থাপন করবে।
লক্ষ্যঃ ২০৩০ সালের মধ্যে ১০ কোটি টন কয়লা গ্যাসিফিকেশন করা।
এটি দেশের আত্মনির্ভরতা ও জ্বালানি স্বাধীনতার লক্ষ্য পূরণে সাহায্য করবে।
* সিআইএল গেইলের সঙ্গে একটি সমঝোতাপত্র (এমওইউ) স্বাক্ষর করেছে।
এই এমওইউ অনুযায়ী, সোনেপুর বাজারি, ইসিএল, বর্ধমান, পশ্চিমবঙ্গে সিআইএল–গেইল যৌথ উদ্যোগে কয়লা থেকে এসএনজি প্রকল্প স্থাপন করা হবে।
প্রকল্পের আনুমানিক ব্যয় ₹১৩,০৫২.৮১ কোটি (±২৫%) এবং ঋণ–ইক্যুইটি অনুপাত সর্বাধিক ৭০:৩০ ধরা হয়েছে।
* সিআইএল বিএইচইএলের সঙ্গে একটি সমঝোতাপত্র (এমওইউ) স্বাক্ষর করেছে।
এই এমওইউ অনুযায়ী লখনপুর, এমসিএল, ঝাড়সুগুড়া, ওডিশায় সিআইএল–বিএইচইএল যৌথ উদ্যোগে কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট প্রকল্প স্থাপন করা হবে।
প্রকল্পের আনুমানিক ব্যয় ₹১১,৭৮২.০৫ কোটি (±২৫%) এবং ঋণ–ইক্যুইটি অনুপাত সর্বাধিক ৭০:৩০ ধরা হয়েছে।
***
SSS/RS
(Release ID: 2175927)
Visitor Counter : 7
Read this release in:
Telugu
,
Malayalam
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil